অসহায় গরীব কৃষকদের গরুর বলদ দিয়ে পাশে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মধক্ষ্য জয়ন্ত ভদ্র।
৩১ মার্চ, ২০২২, 6:13 PM

৩১ মার্চ, ২০২২, 6:13 PM

অসহায় গরীব কৃষকদের গরুর বলদ দিয়ে পাশে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মধক্ষ্য জয়ন্ত ভদ্র।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মধক্ষ্য শ্রী জয়ন্ত ভদ্র তার নিজ নির্বাচনী এলাকা বারুইপুর জেলা পুলিশের অধীনে বারুইপুরের মল্লিকপুরে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে পশ্চিম বাংলা সরকারের কতৃক দেওয়া কিছু গবাদি পশু ও বদল তুলে দেন অতি অসহায় মানুষের মধ্যে। এই সব গবাদি পশু পালন করে তাদেরকে অর্থনৈতিক সাবলীলভাবে চলাচল করতে সাহায্য করবে। এই পশুপালন ও তার উন্নয়নের জন্য পশ্চিম বাংলার সরকার সবধরণের সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের কর্মধক্ষ্য শ্রী জয়ন্ত ভদ্র। তিনি ইতিমধ্যেই বারুইপুরের বিভিন্ন যায়গায় পশুপালন করার জন্য সাধারণ গরীব মানুষের মধ্যে উতসাহিত করছেন। কোথাও ছাগল ও ভেড়া ও গবাদি পশুপালন করার জন্য পশ্চিম বাংলার সরকারের কতৃক সরকারি লোন দেওয়ার জন্য বারুইপুর এস ডি ও পশুপালন বিভাগ কে বলেছেন। এবং বারুইপুর জেলার বিভিন্ন ব্লক কে বলেছেন অতি সাধারণ মানুষের মধ্যে পশুপালন কর্মসূচি গ্রহণ বাস্তবায়ন করতে।।