ঢাকা ১৫ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
গাবতলী'র বস্তিতে আগুনে পুড়ে যাওয়া হতদরিদ্রদের মাঝে ইফতার মাহফিল ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭ এর নির্বাচিত নতুন কমিটির অভিষেক দোয়া ও ইফতার অনুষ্ঠিত জুড়ীতে আমার দেশ পত্রিকার নাম ভাঙ্গিয়ে এক প্রতারকের চাঁদাবাজির অভিযোগ ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা জালাল আহমেদ বহাল তবিয়তে `ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭' এর নির্বাচিত নতুন কমিটি ঘোষণা আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা ম্যাচের আগে আইসিসির ক্যামেরার সামনে যা বললেন মিরাজ যুব উন্নয়নে রাজ্জাক-আনিসুলের শক্তিশালী সিন্ডিকেট

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর বার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করেছে

#

২৯ মার্চ, ২০২২,  12:27 PM

news image

গত শনিবার  ছাব্বিশে  মার্চ সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতার একান্নতম বার্ষিকী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক শত দুই জন্ম বার্ষিকী মহা সমারোহে পালিত হয় | এ উপলক্ষে বাংলাদেশকে তুলে ধরতে অরল্যান্ডোর মাসালা কিচেনকে  অপরূপে সজ্জিত করা হয় | মুক্তিযুদ্ধের ক্যানভ্যাস , লাল সুবুজের পতাকা , বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতি ও  আলোক রশ্মির স্ফুরণ ঘটিয়ে চত্বরটিকে সুসজ্জিতকরণ করা হয় | একদিকে স্বাধীনতা প্রাপ্তির একান্নতম বছর পূর্তি অন্যদিকে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশতদুই তম  জন্ম বাষিকী উদযাপনের মাহেন্দ্রক্ষণ অরল্যান্ডোর বাঙালিদের জীবনে একত্রে আসেনি | সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ এর সভাপতি মোয়াজ্জেম ইকবালের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক ফখরুল আহসান শেলীর সঞ্চালনে বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ সূচনা হয় |  সমবেত জাতীয়  সংগীত পরিবেশণের পর এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যাঁরা, সেই তিরিশ লক্ষ শহীদ ও জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় | এরপরে আমাদের গৌরবের  স্বাধীনতা  মুক্তি যুদ্ধের প্রেক্ষাপট এবং বঙ্গবন্ধুর জীবন কর্মের উপর আলোচনা হয় | নিপীড়িত বাঙালি ও  বিশ্ব মানবতার মুক্তির দিশারী বঙ্গবন্ধুকে হারিয়েছে জাতি সাতচল্লিশ বছর পূর্বে , কিন্তু তাঁর আত্মত্যাগ সংগ্রাম সাধনা মানবিকতায়  তিনি মিশে আছেন সতেরো কোটি বাঙালির অনুভূতি ও অন্তরাত্মায় | এই অপ্রতিদ্বন্দী কিংবদন্তি উনিশশো বিশ সালের সতেরো মার্চে টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে বাঙালি মুক্তির আলোক রশ্মির প্রতিসরণ ঘটান | একজন পিতা নির্মম নির্যাতন জেল জুলুম সহ্য করে বিশ্বের বুকে স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছেন | আবার তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাধীন দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে সুপরিচিত করেছেন | পিতা কন্যার এমন সাফল্য, সুযোগ্য নেত্রত্ব বিশ্বে বিরল | মনোজ্ঞ আলোচনা সভা পরিচালনা সালেহ করিমুজ্জামান | আলোচনায়  অংশ নেন   শওকত আরা বেগম জসীম উদ্দিন করিমুজ্জামান আবিদ আমির  আকম রুমেল ,ইলিয়াস ঠাকুর ,নূর শামসুস তোহা ,আজিজুর রাহমান শাওন প্রজা | প্রবাসে জাতীয় দিবসে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানান জানান ফকরুল আহসান শেলী |বাংলাদেশের স্বাধীনতা আনতে যুগ যুগ ধরে জীবনপাত কারী , একাত্তরের বীর শহীদ ও জাতির জনকবঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মোয়াজ্জেম ইকবাল স্বাধীনতা ও দেশপ্রেমকে সকলে বুকের মাঝে জাগিয়ে রাখার উদ্দত্ত আহবান জানিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্ত করেন | মূল অনুষ্ঠানের অন্য পাশে জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবসকে স্মরণ করে প্রবাসের শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা লিপি নবনীর নেতৃত্বে পরিচালিত হয় | বিপুল সংখ্যক শিশুরা এতে অংশ নেয় | তাদের সকলক পুরুস্কৃত করা হয় | তারা বাংলাদেশকে বঙ্গবন্ধুকে ভালোবাসার কথা , কচি প্রাণে মাইকে এসে জয়বাংলার স্লোগানে স্লোগানে দর্শকদের বিমোহিত করে | কবিতা আসরে মুক্তি যুদ্দ, স্বাধীনতা ও বঙ্গবন্ধু জীবন্ত হয়ে  উঠে  তালাত নবনীর কণ্ঠে |  | দেশপ্রেমের অবিনাশী গান দিয়ে সাঁজানো মনোরম গীতিআলখো প্রাণ জুড়িয়ে দেন তালাত চৌধুরী  পল্লী ইসলাম | গানের মাঝে রসনা নিবারণে সুস্বাধু খাদ্য পরিবেশনে যথাথ ভূমিকা রাখেন ইউনুস জুয়েল চৌধুরী শাজাহান কনক রেজা শাহেদ আলম মাইনুল প্রমুখ | মনোরম মঞ্চ সজ্জায়  রেজা হোসাইন করিম মুন নবনী লিপির ভূমিকা  ছিল প্রশংসনীয়  | স্বাধীনতার বীর শহীদ  ও জাতীর জনকের আত্মার মাগফেরাত কামণা মোনাযাত করেন মোহাম্মদ জসীম | স্মরণে শ্রদ্ধায় মহান  স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান রাত বারোটায় সমাপ্ত হয় যা অর্ল্যান্ডো বাসীর নিকট গৌরব ও আনন্দের মাইলফলক হিসেবে চিহৃত হয়ে থাকবে।

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল