বাংলাদেশ থেকে আগত বৃহন্নলারা কলকাতার দেশীয় বৃহন্নলাদের রুটি ও রুজি মারছে
২৮ মার্চ, ২০২২, 7:23 PM

২৮ মার্চ, ২০২২, 7:23 PM

বাংলাদেশ থেকে আগত বৃহন্নলারা কলকাতার দেশীয় বৃহন্নলাদের রুটি ও রুজি মারছে
দীর্ঘদিন ধরে দেশীয় বৃহন্নলারা কোন রকম ভাবে করে কেমে খাচ্ছেন। কখনো বাচ্চা ছেলে নাচিয়ে কখনো নতুন ঘরবাড়ি উদ্বোধনে কখনো নতুন অফিস থেকে কখনো বিয়ে বাড়ি ও সাদ বাড়ি এবং অন্নপ্রাশনে উপস্হিত হয়ে টাকা পয়সা তুলে নেন। কখনো রাস্তায় মাথায় দাড়িয়ে গাড়ি থামিয়ে টাকা পয়সা আদায় করে এবং কখনো ট্রেন ও বাসে উঠে ভিক্ষা করে টাকা পয়সা নিয়ে থাকে। কিন্তু ইদানীং ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের বিভিন্ন যায়গায় থেকে বড় একটি বৃহন্নলাদের গোষ্ঠী কলকাতার রাজপথে চলে এসেছে। এবং তারা রিতিমত জাকিয়ে বসে করে কেমে খাচ্ছেন। যায় ফলে মার খাচ্ছে ভারতের বৃহন্নলাদের গোষ্ঠী। এই বৃহন্নলাদের গোষ্ঠী র মধ্যে মাঝে মাঝে ঝামেলা হচ্ছে। তাই কলকাতা সহ বিভিন্ন যায়গায় বাংলাদেশের বৃহন্নলাদের গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। এর প্রতিবাদে আজ কলকাতার ভবানীপুর থানা ঘেরাও করে ভারতের কলকাতার বৃহন্নলারা। তাদের দাবি বাংলাদেশের বৃহন্নলাদের অবিলম্বে সেদেশে ফিরত পাঠাতে হবে। এবং কলকাতার বৃহন্নলারা যাতে করে কেমে খেতে পারেন তার ব্যাবস্থা করতে হবে পশ্চিম বাংলার সরকার ও প্রশাসন কে। যদি তাদের দাবি না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তম আন্দোলন শুরু করবে বলে হুমকি দেওয়া হয়েছে। বাংলাদেশের বৃহন্নলাদের গোষ্ঠী র প্রধান রুমি কে ভারত থেকে বিতাড়িত করতে হবে বলে জানিয়েছেন কলকাতার বৃহন্নলাদের গোষ্ঠী।