রামপুরহাট গনহত্যার ঘটনায় সি বি আই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চ
২৫ মার্চ, ২০২২, 5:47 PM

২৫ মার্চ, ২০২২, 5:47 PM

রামপুরহাট গনহত্যার ঘটনায় সি বি আই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চ
পশ্চিম বাংলার বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামে গনহত্যার জঘন্যতম ঘটনার তদন্তের ভার পশ্চিম বাংলার পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে সি বি আই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ। তারা আজ পশ্চিম বাংলা সরকারের দেওয়া সীটের তদন্তের উপর আর নির্ভরশীল হতে পারছে না। তাই প্রকৃত সত্য ঘটনা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সি বি আই তদন্তের নির্দেশ দিয়েছেন। এবং সি বি আই কে সম্পূর্ণ ভাবে সহায়তা করতে পশ্চিম বাংলার পুলিশ কে নির্দেশ দেন। সেই সাথে বীরভূমের বগটুই গ্রামে গনহত্যার ঘটনার সাথে যারা যারা জড়িত তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চ। এই ঘটনায় মৃত্যু হয় মোট ছয় মহিলা সহ দুই শিশু ও আরো দুই জনের। মৃত্যু হয় বগটুই গ্রামে র উপপ্রধান ভাদু সেখের। এবং বাড়ি বারিয়ে থেকে বন্ধ করে আগুন ধরিয়ে দিয়ে এই ঘটনা ঘটায় বলে জানা গেছে। এই ঘটনার পর উত্তাল হয়ে পড়ে গোটা ভারতের বিভিন্ন যায়গায়। এই ঘটনা নিয়ে ভারতের লোকসভা ও রাজ্যসভায় সি বি আই তদন্তের নির্দেশ নিয়ে জোর দাবি করেন তৃনমূল দলের সদস্যরা বাদে সব রাজনৈতিক দল। আজ ভারতের লোকসভায় বীরভূমের বগটুই গ্রামে গনহত্যার ঘটনার প্রকৃত সি বি আই তদন্ত চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করেন ভারতের লোকসভার বিরোধী দলের শ্রী অধীর চৌধুরী। আজ ভারতের রাজ্যসভার সদস্য শ্রীমতী রূপা গঙ্গোপাধ্যায় বীরভূমের বগটুই গ্রামে গনহত্যার ঘটনার প্রকৃত ঘটনা বর্ননা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এই ঘটনা র পর পশ্চিম বাংলার রাজ্যের আইনের শাসন নেই বলে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন বি জে পি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা। গতকাল বীরভূমের বগটুই গ্রামে যাওয়ার সময় ভারতের লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী কে বাধা দেয় বীরভূম জেলার পুলিশ। তিনি যেখানে বাধা পান সেখানে বসে প্রতিবাদ জানাতে থাকেন । তার সাথে যুক্ত হয় সাবেক পশ্চিম বাংলার বিধান সভার সদস্য জনাব মিল্টন রসিদ সহ বীরভূম জেলার ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীরা। গতকাল পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বগটুই গ্রামে যান। সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পাচ লাখ টাকা এবং একটি করে সরাসরি বাড়ি করে দেবার কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের একজন করে সরাসরি চাকরি দেবার কথা ঘোষণা করেন। কিন্তু এতকিছু সত্ত্বেও আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ এ জনস্বার্থ মামলা দায়ের করেন বহু আইনজীবী। এবং সি পি এমের আইনজীবী শ্রী বিকাশ রন্ধন ভট্টাচার্যের দায়ের করা রিট আবেদন ও অন্যান্য অভিযোগ কে একসাথে নিয়ে শুনানি চলে। শেষে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন যে এই ঘটনা র পর কলকাতা হাইকোর্ট চুপ করে বসে থাকতে পারে না। তাই এই ঘটনার পূণাঙ্গ তদন্ত করবে সি বি আই। এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কে গ্রেফতার করতে হবে সি বি আই কে পুলিশ সি বি আই কে সহায়তা প্রদান করবে। এবং আগামী ৭ই, এপ্রিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চ এ বীরভূমের বগটুই গ্রামে গনহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করতে তার পূণাঙ্গ রিপোর্ট পেশ করতে হবে।