ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি র ঘোষণা হিজাবের সহিত পরিক্ষায় বসার কোন সম্পর্ক নেই
২৫ মার্চ, ২০২২, 12:10 PM

২৫ মার্চ, ২০২২, 12:10 PM

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি র ঘোষণা হিজাবের সহিত পরিক্ষায় বসার কোন সম্পর্ক নেই
আজ ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি শ্রী এন ভি রমনা স্পষ্ট করে জানিয়েছেন যে চলতি বিভিন্ন রাজ্যের পরিক্ষা বসা নিয়ে মুসলিম ছাত্রীদের হেজাজের কোন সম্পর্ক নেই। গত ১৫,ই, মার্চ ভারতের কর্ণাটক রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চ জানিয়েছিলেন যে মুসলিম ধর্মের কোন যায়গায় লেখা নেই যে মুসলিম ছাত্রীরা হেজাজ পরে ইস্কুলে যেতে হবে। হেজাব হল ইসলামের একটি রীতি। এবং হেজাব পরে ইস্কুলে ও কলেজে পড়াশোনা করতে যেতে হবে এমন ব্যাখ্যা পযন্ত পবিত্র কুরআন শরীফে নেই বলে জানান। তাই হেজাব পরে ইস্কুলে যেতে হবে এমন বাধাও বাধ্যবাধকতা নেই। এই মামলার বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী এন ভি রমনা র ডিভিশন বেঞ্চ এ একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী দেবদত্ত কামাত। সেই মামলার শুনানি তে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী এন ভি রমনা জানিয়ে দেন যে হেজাবের সাথে ইস্কুল ও কলেজের কোন বাধ্যবাধকতা নেই। তাই এই মামলা নিয়ে বিতর্কের সৃষ্টি না হওয়া ভালো। এবং এই মামলার পরবর্তী সময়ে শুনানি শুরু হবে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।।