ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

তালাক মানেন না স্বামী, পুলিশে দিলেন স্ত্রী

#

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ

১৫ নভেম্বর, ২০২১,  9:22 PM

news image


বছর খানেক আগে রোজিনা বেগম (৩৫) তালাক দেন মানিক মিয়াকে (৪৬)। কিন্তু সেই তালাক মানতে নারাজ মানিক মিয়া। তাই বারবার স্বামীর অধিকার চেয়ে ছুটে যান রোজিনার কাছে। এতে অতিষ্ঠ হয়ে সাবেক স্বামীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন রোজিনা বেগম।

রোববার (১৪ নভেম্বর) রাতে সাবেক স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মানিক মিয়াকে পুলিশ গ্রেফতার করে। ঘটনাটি ঠাকুরগাঁও সদর উপজেলার মন্দিরপাড়ার। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, বছর দুয়েক আগে প্রথম স্বামীকে ছেড়ে মানিককে বিয়ে করেন রোজিনা। মানিকও প্রথম স্ত্রীকে রেখে রোজিনাকে নিয়ে ঢাকায় সংসার করতে থাকেন। তবে বিয়ের বছরখানেক পর বনিবনা না হওয়ায় বেশকিছু অভিযোগ এনে স্বামীকে তালাক দেন রোজিনা। সেই তালাক মেনে নিয়ে প্রথম স্ত্রীর কাছে ফিরেও যান মানিক মিয়া। রোজিনাও ঠাকুরগাঁওয়ে প্রথম ঘরের ছেলে মেহেদির বাসায় বসবাস শুরু করেন। কিন্তু মাস ছয়েক পর আবার রোজিনার পিছু নেন মানিক। বারবার রোজিনার বাসায় গিয়ে তালাক হয়নি জানিয়ে নিজের বাসায় থাকতে বলেন তিনি  না যেতে চাইলে মারধরও করতে থাকেন।


রোজিনার প্রতিবেশী রাহাত জানান, কয়েকদিন পরপরই রোজিনার বাসা থেকে চিৎকার-চেঁচামেচি শব্দ শোনা যায়। রোজিনাকে বাসায় নিয়ে যেতে চান মানিক। কিন্তু রোজিনা মানা করলেই মারধর শুরু করেন মানিক। রোববারও একই ঘটনার একপর্যায়ে রোজিনা ছুটে বাইরে এসে এলাকাবাসীর সাহায্যে পুলিশে খবর দেন।


রোজিনা বলেন, মানিক মিয়াকে বিয়ে করা আমার সবচেয়ে বড় ভুল ছিল। ওই লোক (মানিক) আমার গয়না বিক্রি করে খেয়েছে, আমার সব টাকাও খেয়ে শেষ করেছে। আমাকে মারধর করত। তাই তাকে তালাক দিয়ে দিয়েছি। এখন আমাকে আবার সংসার করতে বলে। তা না হলে আমার সঙ্গে নিজের তোলা গোপন ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়র হুমকি দেয়, মারধর করে।


রোজিনা আরো জানান, মানিকের কাছ থেকে রেহাই পেতে এর আগে দুবার স্থানীয় প্রতিনিধি ও এলাকাবাসী নিয়ে বসেও কোনো লাভ হয়নি। পরে পুলিশে অভিযোগ দেয়া হয়। তবুও মানিক বিরক্ত করতেই থাকে। অবশেষে পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থল থেকে মানিককে তুলে দিয়েছেন তাদের হাতে। তবে জেল থেকে বের হয়ে মানিক আবার কিছু করতে পারে - সেই ভয়ে শঙ্কিত রোজিনা।


ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, রোজিনা এর আগেও অভিযোগ করেছেন। তখন মানিককে সাবধান করে দেয়া হয়। তারপরও তিনি রোজিনাকে অত্যাচার করতে থাকেন - এমন জানার পর তাকে আটক করে আনা হয়েছে। পরে সাবেক স্ত্রী রোজিনার বাদী হয়ে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান