ময়মনসিংহ ডিবির হাতে ডাকাতির ২৪ ঘন্টার মধ্যে লুন্ঠিত টাকাসহ গ্রেফতার-৫
মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ
২২ মার্চ, ২০২২, 7:58 PM

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ
২২ মার্চ, ২০২২, 7:58 PM

ময়মনসিংহ ডিবির হাতে ডাকাতির ২৪ ঘন্টার মধ্যে লুন্ঠিত টাকাসহ গ্রেফতার-৫
ময়মনসিংহে ডাকাতির ঘটনার ২৪ ঘন্টার মধ্যে ডিবির অভিযানে ৫ ডাকাত গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে লুন্ঠিত ২ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার এবং লুন্ঠিত টাকা ও ব্যাগ উদ্ধারে কাজ করছে পুলিশ। পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। পুলিশ সুপার আরো বলেন, গত ২০ মার্চ দুপুরে কিশোরগঞ্জের পশ্চিম হারুয়ার বাবুল মিয়া গাড়ি ক্রয়ের জন্য ১২ লাখ টাকাসহ প্রইেভেটকারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ময়মনসিংহের পাগলা থানা এলাকা দিয়ে চলমান আঞ্চলিক মহাসড়কের খুরশিদ মহল ব্রীজের পশ্চিম পাশে আসামাত্র দুইটি মোটরসাইকেলে ৫ ডাকাত এসে প্রাইভেটকারের গতিরোধ করে। এ সময় ডাকাতদল খেলনা পিস্তলকে আগ্নেয়াস্ত্রের মত করে প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার আরোহী বাবুল মিয়ার কাছ থেকে ব্যাগে রাখা ১২ লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় পাগলা থানার মামলা নং-২২ তারিখ-২১/৩/২২, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। খবর পেয়ে তার (পুলিশ সুপার) নির্দেশে পাগলা থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনা তদন্ত শুরু করে। এদিকে দ্রুত ডাকতদলকে গ্রেফতার ও লুন্ঠিত টাকা উদ্ধারে মামলাটিকে ডিবির কাছে ন্যাস্ত করা হয়েছে।
ডিবির ওসি সফিকুল ইসলাম বলেন, পুলিশ সুপারের নির্দেশে ডাকাত দলকে গ্রেফতার ও ডাকাতিকালে লুণ্ঠিত টাকা উদ্ধারের জন্য অভিযানে নামে ডিবি। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের কটিয়াদ ও সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, মাহমুদুল হাসান রায়হান, মিনহাজ আলী, উজ্জল মিয়া, ওয়াহিদ আলী ও সেলিম জাহান। গ্রেফতারকৃত ডাকাত মাহমুদুল হাসান রায়হানের কাছ থেকে এক লাখ ৯০ হাজার টাকা এবং ডাকাত উজ্জল মিয়ার নিকট থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। ডাকাতি ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান চলছে জানিয়ে পুলিশ সুপার আরো বলেন, বর্তমানে ডাকাতি নেই বললেই চলে। আরো আগে খবর পেলে ডাকাতদের তাৎক্ষনিক গ্রেফতার করা সম্ভব হতো। সামাজিক নিরাপত্তা নিশ্চেতে আমরা কাজ করছি। যে অপরাধ সংগঠিত হওয়ার সাথে সাথে ৯৯৯ এ কল করুন। পুলিশ দ্রুততার সাথে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করবে।