দিল্লি পুলিশের হাই প্রোফাইল সেক্স ক্যাবেটের পর্দা ফাস করলেন
২২ মার্চ, ২০২২, 4:16 PM

২২ মার্চ, ২০২২, 4:16 PM

দিল্লি পুলিশের হাই প্রোফাইল সেক্স ক্যাবেটের পর্দা ফাস করলেন
আজ দিল্লির অভিজাত এলাকা পান্ডব নগর এলাকায় একটি অভিজাত হোটেলে হানা দিয়ে হাই প্রোফাইল সেক্স ক্যাবেটের পর্দা ফাস করলেন। এবং ঐ হোটেল থেকে তিন জন উজবেকিস্তানের সেক্স ওয়াকার কে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এবং হোটেল থেকে আরো তিন জন কাস্টোমার কে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে রয়েছেন শ্রী প্রবীণ কুমার এবং কেতন কানসাল এবং হোটেলের মালিক খবর পেয়ে পালিয়ে যায় তার নাম শ্রী সুনীল কুমার। এই অভিজাত হোটেলের মালিক কে গ্রেফতার করতে তার বাড়ি বিহারের চম্পারণ জেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে দিল্লি পুলিশ। দীর্ঘদিন ধরে পুলিশের কাছে খবর আসছিল যে এই হোটেলের মধ্যে মধূচক্রের আসর বসছিল। তাই দিল্লি পুলিশের এক কনস্টেবল কে খদ্দের সাজিয়ে পাঠানো হয় এবং হাতেনাতে ধরা পড়ে তিন জন উজবেকিস্তানের সেক্স ওয়াকার সহ তিন কাস্টমার। আজ দিল্লি পুলিশের পক্ষ থেকে ধৃতদের দিল্লি র দায়রা আদালতে হাজির করানো হবে। এবং তাদের কে ফের পুলিশের রিমান্ডে নেওয়ার জন্য একটি রিট আবেদন করবেন বলে জানা গেছে। এর আগে দিল্লি ও তার আশেপাশের এলাকায় বিভিন্ন যায়গায় রমরমিয়ে চলছিল সেক্স ক্যাবেটের কাজ। মাঝে মাঝে পুলিশ হানা দিয়ে কাস্টমার সহ সেক্স ক্যাবেটের সাথে যুক্ত ব্যাক্তিদের গ্রেফতার করে।