ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

উজিরপুরে গাজিরপাড় মাঃ বিঃ ২টি চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি শাহে আলম

#

তালহা জাহিদ, বরিশালঃ

১৫ মার্চ, ২০২২,  6:51 PM

news image

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নে আজ ১৫ মার্চ মঙ্গলবার দুপুরে গাজিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের নতুন দুইটি চার তলা ভবনের নির্মান কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ২ আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শাহে আলম এমপি।


এ সময়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গোলাম মোর্শেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ হাফিজুর রহমান ইকবাল, উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ, বরাকোঠা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ শহিদুল ইসলাম মৃধা' সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ শিক্ষক মন্ডলী, স্থানীয়জন সহ প্রমুখ। 


এ সময়ে মাননীয় সাংসদ প্রধান অতিথির বক্তব্যের শুরুতে শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'কে শ্রদ্ধার চিত্তে স্বরণ করে বলেন, "স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে শান্তি দিতে চেয়েছিলেন, তাদের উন্নয়ন করতে চেয়েছিলেন কিন্তু সেই চেতনা ও স্বপ্নকে ধুলিস্যাৎ করতে মহান জাতির পিতাকে সপরিবারে হত্যা করে এ জাতিকে কলঙ্কিত করে সাধীনতার বিপক্ষের শক্তি সেই খুনি দোসর চক্র। এর পরে জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করে খুনি মোস্তাক ও জিয়া চক্র। জনগণের অধিকার হরণ করে, সারাদেশে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন, গুম, খুনের রাজনীতি করে দেশকে অস্থিতিশীল ও ধংসের মুখে ঠেলে দেয় ওই রাজাকার বিএনপি জামায়েত জোট সরকার। কিন্তু শত বাধা বিপত্তি উপেক্ষা করে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পুরোন করতে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এর সঠিক দিকনির্দেশনায় দেশ আজ সমৃদ্ধ বাংলাদেশ। সেসময় তিনি শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু নতুন ভবনের হলেই চলবে না, আমাদের ছাত্র ছাত্রীদের পড়া শোনার মান আরো ভালো করতে হবে। পাশাপাশি কোমলমতি এ নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে শিক্ষা দিতে হবে। তাহলেই এ দেশের প্রতি তাদের দেশপ্রেম তৈরি হবে।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান