ঢাকা ০২ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ পতিত স্বৈরাচার সরকারের আমলের বিসিআইসির সার ডিলার সিন্ডিকেট ভাঙ্গতে পারলেই সার ব্যবস্থাপনা সঠিক গতি ফিরে আসবে অবৈধভাবে জমি লিজ দিয়ে কোটি টাকা প্রকৌশলী রফিকুল ইসলামের পকেটে ফিরেছেন প্রসূনের বাবা, কোথায় ছিলেন বলছেন না বিআইডব্লিউটিএ-তে দুর্নীতি: প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী : জ্বালানি উপদেষ্টা আবু সাঈদ হত্যা : চার আসামি ট্রাইব্যুনালে সিইসির সঙ্গে বৈঠকে পাটোয়ারী-হাসনাত-সারজিসরা

মহারাষ্ট্রের ডোম্বিভলিতে চাকরির নাম করে এক নাবালিকাকে পুলিশসহ ৪০০জন যৌন লালসার শিকার

#

১৫ নভেম্বর, ২০২১,  6:45 PM

news image


ভারতের মহারাষ্ট্রের মুম্বাই লাগয়া থানে জেলার অন্তর্গত আম্বোজাগাইতে এক নিরীহ স্বামী পরিত্যক্ত নাবালিকা কে চাকরি দেবার নাম করে দুই যুবক থানে জেলার অন্তর্গত আম্বোজাইতে নাবালিকা কে ধর্ষণ করে পরে ঐ অসহায় নাবালিকা কে মুম্বাই লাগয়া থানে জেলার ডোম্বিভলিতে চাকরি দেবার নাম করে, ৩৩,জন, যুবক লাগাতার ভাবে গণধর্ষণ করে। এই ভাবে ঐ নাবালিকা র উপর এক পুলিশ অফিসার সহ মোট, ৪০০, জনের দ্বারা গণধর্ষণের শিকার হন। পরে ঐ নাবালিকা গর্ভবতী হয়ে পড়ে বোম্বাই থানাতে গোটা বিষয়ে অভিযোগ করেন । অভিযোগের ভিত্তিতে চার জন কে গ্রেফতার করে মহারাষ্ট্র রাজ্যের পুলিশ। ঘটনার বিবরণ ঐ নারির কয়েক বছর আগে বিয়ে হয়। তার পরে গত বছর ঐ নাবালিকা র স্বামী মারা যায়। তার পর শশুর ও শাশুড়ি তাকে বাড়িতে রাখতে চান না। অসহায় হয়ে তিনি কাজে খোঁজ নিয়ে মম্বাই শহরের থানে জেলার আম্বোজাইতে আসে। তখন চাকরি দেবার নাম করে দুই যুবক তাকে ধর্ষণ করে। পরে ডোম্বিভলিতে ফের চাকরি দেবার নাম করে, ৩৩,জন, তাকে ধর্ষণ করে। সব মিলিয়ে মহারাষ্ট্রের বীড জেলার ঐ নাবালিকা কে এক পুলিশ অফিসার সহ প্রায় চার শতাধিক মানুষ নাবালিকা কে পাশবিক অত্যাচার করে। পরে ঐ নাবালিকা গর্ভবতী হয়ে পড়লে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন এবং পুলিশ চার জন কে পকসো আইনে গ্রেফতার করে। এই ঘটনার কথা জানা জানি হলে সারা মহারাষ্ট্রের রাজ্য রাজনীতি তে তোলপাড় শুরু হয়ে যায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী উদ্ভব ঠাকুরে বলেন যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে রেহাই দেওয়া হবে। এই ঘটনার পর ভারতের নারী নির্যাতন কমিশন তদন্ত কমিটি করে তদন্ত করছে। ধর্ষণ কারীদের বিরুদ্ধে কঠিন শাস্তি নিশ্চিত করতে।।

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল