ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

দৌলতদিয়ায় ৬ কিঃমিঃ দীর্ঘ যানবাহনের লাইন

#

১৪ মার্চ, ২০২২,  3:30 PM

news image

সোমবার (১৪ মার্চ) সকাল থেকেই দৌলতদিয়া ঘাটে রাজধানী ঢাকামূখী যানবাহনের চাপ বেড়েছে।

দৌলতদিয়া ফেরী ঘাট থেকে গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত ৬ কিলোমিটার লম্বা লাইনে দাড়িয়ে আছে শত শত যানবাহন। যার অধিকাংশই পন্যবাহী ট্রাক।


প্রচন্ড গরমে ঘন্টার পর ঘন্টা ফেরীর অপেক্ষায় বসে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানী ঢাকামূখী যাত্রী ও যানবাহন চালকেরা। বেশি কষ্ট সহ্য করতে হচ্ছে বয়স্ক ও শিশুদের।


সরেজমিনে সোমবার (১৪ মার্চ) বেলা ১১ টার দিকে ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, ফেরী ঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত ৬ কিলোমিটার দীর্ঘ গাড়ীর লাইন। সিরিয়ালে বসে থেকে ফেরীতে উঠার জন্য অপেক্ষার প্রহর গুনছে যাত্রী ও চালকেরা। তবে ঘাট কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও পচনশীল বোঝাই ট্রাক পারাপার করছে।


অপেক্ষমান ট্রাক চালকদের সাথে আলাপকালে কুষ্টিয়া থেকে রাজধানী ঢাকাগামী ট্রাক চালক মোঃ হাতেম আলী বলেন, সোমবার ভোর ৬ টায় দৌলতদিয়া ঘাটে এসেছি। এখন বেলা পৌনে ১২ টা বাজে। ফেরির সিরিয়াল পাইনি। সময়মত ঢাকা পৌছাতে না পারলে মহাজন ক্ষতিগ্রস্থ হবে।


বরিশাল থেকে ছেরে আসা কাগজের কার্টুন বোঝাই ট্রাক চালক হেলাল মাহমুদ বলেন, গত রোববার রাত ১২ টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দে সিরিয়ালে আটকে ছিলাম। সোমবার ১১ টার দিকে ফেরিতে উঠার সিরিয়াল পেয়েছি। রাতে অনেক কষ্ট পোহাতে হয়েছে।


এসবি পরিবহনের যাত্রী মোঃ শহিদুল ইসলাম বলেন, বড় ছেলে ঢাকার মিরপুরে থেকে লেখাপড়া করে। তাকে দেখতে পরিবার সহ ঢাকায় যাচ্ছি। সকাল সাড়ে ৮ টায় ঘাটে এসে পৌছেছি। এখন ১১ টা বাজে ফেরিতে উঠলাম।  দৌলতদিয়া ঘাটে এলেই সিরিয়ালে আটকে বসে থাকতে হয়। প্রচন্ড গরমে ঘন্টার পর ঘন্টা বসে থেকে চরম কষ্ট হয়।


ঢাকায় চিকিৎসার জন্য যাচ্ছেন মাদারীপুরের শাবানা বেগম। তিনি বলেন, আমি বাসে করে ঢাকা যাচ্ছি। দৌলতদিয়া ঘাটে এসে বাস বসে আছে প্রায় দেড় ঘন্টার বেশি।


বিআইডব্লিউটিসি'র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন জানান, বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ১৯টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপারে চলাচল করছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহি বাস ও পচনশীল পন্য বোঝাই ট্রাক পার করা হচ্ছে। যানবাহনের সিরিয়াল সময়ের সাথে সাথে কমবে বলে আশা করছি।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান