কলকাতায় বই ভেলায় বই চুরির অভিযোগে গ্রেফতার টলিউড নায়িকা রূপা
১৩ মার্চ, ২০২২, 10:33 PM

১৩ মার্চ, ২০২২, 10:33 PM

কলকাতায় বই ভেলায় বই চুরির অভিযোগে গ্রেফতার টলিউড নায়িকা রূপা
আজ কলকাতার বই মেলা বিধাননগর পুলিশের জালে ধরা পড়লেন বই চুরির অভিযোগে কলকাতার টলিউড নায়িকা ও কালিঘাটের বাসিন্দা শ্রীমতী রূপা দত্ত। সেই সঙ্গে ঐ নায়িকার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৭৫,হাজার, টাকা এবং কিছু ম্যানি ব্যাগ। কলকাতা বই মেলার উপচে পড়া ভিড়ের মধ্যে থেকে বই সাফাই ও বই মেলায় আগত মানুষের পকেট থেকে ম্যানি ব্যাগ সাফাই করছিল। এদিন সকাল থেকে কলকাতা বিধাননগর কমিশনারের পুলিশ লক্ষ্য রাখছিল বই মেলায় আগত মানুষ জনের উপর। কিন্তু টলিউড নায়িকা হিসেবে পরিচিয় দেওয়া ঐ নায়িকা র চলাফেরার উপর নজর রাখছিল বিধাননগর কমিশনারের পুলিশ। মাঝে মাঝে বই মেলায় থেকে বার হয়ে গিয়ে কিছুটা দূরে ডাসবিনে কিছু একটা ফেলা দেখতে পাওয়া সেখানে গিয়ে হাজির হয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় বিধাননগর কমিশনারের পুলিশের। তারা দেখতে পান যে টলিউড নায়িকা হিসেবে পরিচয় দেওয়া ঐ মহিলা প্রায় আট নয়টি ম্যানি ব্যাগের ভিতর থেকে টাকা পয়সা বের করে খালি ব্যাগ ডাসবিনে ফেলে দিচ্ছেন। হাতে নাতে ধরা পড়ে যায় ঐ টলিউড নায়িকা হিসেবে পরিচয় দেওয়া শ্রীমতী রূপা দত্ত। সাথে সাথে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় বিধাননগর কমিশনারের পুলিশের থানায়। এবং তাকে আজ কলকাতার দায়রা আদালতে তোলা হবে এবং তার এই কাজের সাথে কারা কারা যুক্ত আছেন খুজে বের করার জন্য রিট আবেদন করবেন বিধাননগর কমিশনারের পুলিশ। আপাতত টলিউড নায়িকা হিসেবে পরিচয় দেওয়া শ্রীমতী রূপা দত্ত বিধাননগর কমিশনারের পুলিশ থানার শ্রী ঘরে রয়েছে।