ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

শঙ্কাজনক চা দোকানী সৌরভের বিপদে পাশে থেকে সুনাম কুড়াল উজিরপুর ছাত্রলীগ

#

তালহা জাহিদ, বরিশালঃ

১৩ মার্চ, ২০২২,  1:18 AM

news image

বরিশাল জেলার উজিরপুর উপজেলার গত ৬ মার্চ রাত ১২ : ৩০ মিনিটে উপজেলার বালী বাড়ি সংলগ্ন ক্ষুদ্র চা ব্যবসায়ী সৌরভ সরকার, পিতা. স্বপন সরকা, আশোকাঠি বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল হাইওয়েতে বাশঁভর্তি ট্রাক ও মটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত হয়।  চিকিৎসায় প্রয়োজনীয় পরিক্ষা-নিরিক্ষা করে যানা যায় যে, তার Gastrointestinal tract (নাড়ি) ছিদ্র হয় এবং intestinal contents চারপাশে ছড়িয়ে যায়। এতে  দুই দুইটি অস্ত্রোপচারের মত জটিল ও ব্যায়বহুল চিকিৎসার খরচ মেটাতে হিমসিম এবং অসহায়াপন্ন অবস্থায় হয়ে পরলে উজিরপুর উপজেলা ছাত্রলীগের কতিপয় ছাত্রলীগ নেতা কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বিক ভাবে সকলের সহায়তায় আশি হাজার নগদ টাকার উত্তোলন করে দিতে সক্ষম হয়। ছাত্রলীগ কর্মীদের এমন মানবিক আচারণে ভুয়সী প্রশংসা করেন অনেকে। এই মহৎ কাজে অক্লান্ত শ্রম দেয় ছাত্রলীগ কর্মী রায়হান হাওলাদার, দিপ্ত সিকদার, মামুন  হাওলাদার রিয়াজ উদ্দিন রাড়ী,

জয়দেব দাস, সজিব দাস, রিয়াজ দত্ত, নাফিউ সরদার, বিকাস দাস'সহ প্রমূখ। 


এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারি ছাত্রলীগ নেতা কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এটা অত্যান্ত মহৎ কাজ। অসহায় দারিদ্র্য মানুষের বিপদে আপদে পাশে থাকাই হলো বঙ্গবন্ধুর আর্দশ। আর এই আর্দশকে হৃদয়ে ধারন করে ছাত্রলীগকে এগিয়ে যেতে হবে।


এব্যাপারে ছাত্রলীগের নেতাকর্মীদের পক্ষে রায়হান হাওলাদার মুঠো ফোনে জানান, "সৌরভের দা'র পাশে থাকতে পেরে আমদের সকলের অনেক ভালো লেগেছে। পাশা পাশি উপজেলা ও পৌর ছাত্রলীগের ডাকে সাড়া দিয়ে আর্থিক সহায়তা করে যারা সৌরভের পাশে ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো জানান, ছাত্রলীগ সব সময় এধরণের মানবিক কাজে ছিলো আছে এবং আগামীতেও থাকবে।'

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান