ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

সীমান্তে পাচারের বিপুল পরিমানের জন্মনিয়ন্ত্রণ সুখি-বড়ি জব্দ

#

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

১০ মার্চ, ২০২২,  11:00 AM

news image




কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্তে ভারতে পাচারের সময় বিপুল পরিমানের সরকারি জন্মনিয়ন্ত্রণ বড়ি (সুখি বড়ি) জব্দ করেছে বিজিবি। এসব বড়ির বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে জানা গেছে। একিসাথে ১শ লিটার ডিজেলও জব্দ করেন তারা। 


বিজিবি সূত্রে জানা যায়,তাদের গোয়েন্দা শাখার সদস্য নায়েক রফিকুল ইসলামের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে মাদারগঞ্জ বিওপি কমান্ডার দেলোয়ার হোসেনের নেত্রিত্বে অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় কচাকাটা থানার বল্লভেরখাষ ইউনিয়নের জালিয়ার চর এলাকার ১০৩৩ নম্বর আন্তজার্তিক সীমানা পিলারের ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তর হতে এসব জন্মনিয়ন্ত্রণ সুখি-বড়ি ও ডিজেল আটক করা হয়।


এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গঙ্গাধর নদে ঝাপ দিয়ে পালিয়ে যায়। আটক সুখি-বড়ির পরিমান ৯৯ হাজার ৯শ পাতা। যার মূল্যমান ৫৯ লাখ ৯৮ হাজার ২০০টাকা। এসব বড়ির পাতা ১০টি বস্তায় প্যাকেট করা ছিলো। 


অপরদিকে আটক ৪টি ড্রামে থাকা ডিজেলের পরিমান ১০০লিটার। যার বাজার মূল্য ৮হাজার টাকা। আটক জন্মনিয়ন্ত্রণ বড়ি ডিজেলের মোট মূল্য ৬০লাখ ৬হাজার ২০০টাকা। আটক সুখি-বড়ি ও ডিজেল পরদিন বুধবার সকালে ভূরুঙ্গামারীর জয়মনিরহাট  শুল্কগুদামে জমা দেয়া হয়। 


কুড়িগ্রামের ২২বিজিবির মাদারগঞ্জ বিওপি কমান্ডার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া জম্ননিয়ন্ত্রণ বড়িসহ ডিজেল আটক করা গেলেও চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত সবকিছু জয়মনির হাট শুল্কগুদামে হস্তান্তর করা হয়েছে।


ভূরুঙ্গামারীর জয়মনিরহাট শুল্ক গুদামের সহকারী রাজস্ব কর্মকর্তা ফরিদ উদ্দিন আহম্মেদ বিজিবি কর্তৃক জন্মনিয়ন্ত্রণ সুখি-বড়ি ও ডিজেল হস্তান্তরের বিষিয়টি নিশ্চিত করেন।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান