বিহারের পাটনা শহরের সেক্স ট্রাফিকিং দায়ে ধৃত স্বামী
০৮ মার্চ, ২০২২, 2:57 PM

০৮ মার্চ, ২০২২, 2:57 PM

বিহারের পাটনা শহরের সেক্স ট্রাফিকিং দায়ে ধৃত স্বামী
ভারতের বিহারের রাজধানী পাটনা শহরের সিদ্ধার্থ কলোনি র লব কুশ এ্যাপার্টমেন্ট থেকে আজ নীজের স্ত্রী কে দিয়ে সেক্স ট্রাফিকিং করানোর দায়ে গ্রেফতার করা হয়েছে স্বামী ধন্জয় কুমার কে। এবং এই ঘটনার সাথে যুক্ত ব্যাক্তিদের ধরতে পুলিশ তৎপরতা শুরু করেছে। কিছুদিন হল বিহারের পাটনা শহরের বিভিন্ন যায়গায় মধূচক্রের আসর বসছে এমন খবর ছিল বিহার রাজ্যের পুলিশের কাছে। কিন্তু নিদিষ্ট কোন খবর না পাওয়াতে অপরাধীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করতে পারছিল না পুলিশ। কিছুদিন হল পাটনা শহরের সিদ্ধার্থ কলোনি র লব কুশ এ্যাপার্টমেন্ট থেকে অভিযোগ আসছিল যে ওখানে ১০৮,নম্বার, রুমে রিতিমত চলছে মধূচক্রের আসার। এবং এক বিবাহিত স্ত্রী কে দিয়ে নিজের স্বামী কাস্টোমার ধরে তার স্ত্রী কে ইচ্ছার বিরুদ্ধে তাকে যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করছে তার স্বামী। তাতে আপত্তি করলে চলছে শারীরিক ও মানসিক নির্যাতন। এবং এই ঘটনার তদন্ত করতে নামে পুলিশ এবং হাতে নাতে ধরা পড়ে যৌন নির্যাতনের শিকারের স্বামী। তাকে সাথে সাথে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনার সাথে যুক্ত ব্যাক্তিদের ধরতে অভিযান শুরু হয়েছে। যৌন নির্যাতনের শিকার ঐ মহিলা র দাবি তার ইচ্ছা র বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা কামাই করার জন্য তাকে দিয়ে এই কাজ করাচ্ছেন। ধৃত ব্যক্তিকে আজ পাটনা শহরের দায়রা আদালতে তোলা হবে এবং তাকে পুলিশের রিমান্ডে নেওয়ার জন্য একটি রিট আবেদন করবেন বলে জানিয়েছেন পাটনা শহরের পুলিশ সুপার।