মসিকের উদ্যোগে নানা কর্মসূচিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ
০৮ মার্চ, ২০২২, 1:06 AM

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ
০৮ মার্চ, ২০২২, 1:06 AM

মসিকের উদ্যোগে নানা কর্মসূচিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং নানা কার্যক্রমের মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। মেয়র মোঃ ইকরামুল হক টিটুর পক্ষে সকাল ৭ টায় সার্কিট হাউজ প্রাঙ্গণে এবং সকাল ৭ টা ৩০ মিনিটে জয়বাংলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মসিক প্যানেল মেয়র-০৩ সামীমা আক্তার, মসিক সচিব রাজীব কুমার সরকার,প্রধান প্রকৌশী রফিকুল ইসলাম,প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান,নির্বাহী প্রকৌশী(বিদ্যুৎ) জিল্লুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী(যান্ত্রিক) শফি কামাল,নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, সহকারী সচিব আমিনুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী,জনসংযোগ কর্মকর্তা মোঃ মহাবুল হোসেন রাজীব, নগর-পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, জাবেদ ইকবাল,মসিক কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দসহ প্রমূখ।
এছাড়া বেলা ১১ টায় জয়নুল উদ্যান বৈশাখী মঞ্চে দিবস উপলক্ষে ৭ মার্চের ভাষণ, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এতে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত টাউন হল বঙ্গবন্ধু গ্যালারিতে দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিদর্শন করেন এবং ৭ ই মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ ডকুমেন্টারি প্রচার করা হয়।
ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস উপলক্ষে এক বার্তায় মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, দেশের এক চরম সংকটময় পরিস্থিতিতে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অনবদ্য এ ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ ভাষণগুলো থেকেও শ্রেষ্ঠ এবং তাৎপর্যপূর্ণ। এ ভাষণেই ছিল স্বাধীনতার ঘোষণা, মুক্তির রূপরেখা, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।