ঢাকা ০২ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ পতিত স্বৈরাচার সরকারের আমলের বিসিআইসির সার ডিলার সিন্ডিকেট ভাঙ্গতে পারলেই সার ব্যবস্থাপনা সঠিক গতি ফিরে আসবে অবৈধভাবে জমি লিজ দিয়ে কোটি টাকা প্রকৌশলী রফিকুল ইসলামের পকেটে ফিরেছেন প্রসূনের বাবা, কোথায় ছিলেন বলছেন না বিআইডব্লিউটিএ-তে দুর্নীতি: প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী : জ্বালানি উপদেষ্টা আবু সাঈদ হত্যা : চার আসামি ট্রাইব্যুনালে সিইসির সঙ্গে বৈঠকে পাটোয়ারী-হাসনাত-সারজিসরা

কুড়িগ্রামে ছাত্রীদের নিয়ে মিছিলকারী চেয়ারম্যান প্রার্থী প্রধান শিক্ষককে দুই দপ্তরের নোটিশ

#

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

১৪ নভেম্বর, ২০২১,  10:35 PM

news image



কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুল বন্ধ রেখে ছাত্রীদের নিয়ে প্রচারণাকারী চেয়ারম্যান প্রার্থী প্রধান শিক্ষক মো. ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।


কেন তিনি কাজটি করেছেন ২৪ ঘণ্টার মধ্যে তার লিখিত জবাব চেয়ে নোটিশ দুটি করা হয় রোববার (১৪ নভেম্বর)।


তৃতীয় দফা নির্বাচনে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থী কচাকাটা বালিকা বহুমুখী উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান শনিবার স্কুল বন্ধ রেখে চার শতাধিক ছাত্রীকে নিয়ে মিছিল করেন। তার বাড়িতে ছাত্রীদের নিয়ে প্রচারণা ও ভূরিভোজ করেন।


বিষয়টি যমুনা টেলিভিশনসহ  বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার ও প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত হয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা নিতে লিখিত চিঠি দেন।


এর প্রেক্ষিতে রোববার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আচরণ বিধি ভঙ্গ উল্লেখ করে ২৪ ঘণ্টার মধ্যে এর লিখিত জবাব চেয়ে নোটিশ দেন। তিনি প্রধান শিক্ষক হওয়ায় ও স্কুল বন্ধ রেখে ছাত্রীদের নির্বাচনি কাজে ব্যবহারের কারণ ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জানতে চেয়ে নোটিশ দিয়েছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।


 

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম জানান, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তারা কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। জবাব পেলে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল