আগামী ৭ই মার্চ পশ্চিম বাংলার বিধান সভা অধিবেশন বসছে রাত দুটো র যায়গায় দিন দুটোতেই সম্মতি রাজ্যপালের
০৪ মার্চ, ২০২২, 9:20 PM

০৪ মার্চ, ২০২২, 9:20 PM

আগামী ৭ই মার্চ পশ্চিম বাংলার বিধান সভা অধিবেশন বসছে রাত দুটো র যায়গায় দিন দুটোতেই সম্মতি রাজ্যপালের
পশ্চিম বাংলার বিধান সভা অধিবেশন অনুষ্ঠিত নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল আজ তা সমাপ্তি ঘটে। গত ১২ই, ফ্রেব্রুয়ারি নবান্ন থেকে যে চিঠি লিখে রাজভবনে পাঠানো হয়েছিল তাতে লেখা ছিল যে পশ্চিম বাংলার বিধান সভা অধিবেশন শুরু হবে রাত ২,দুটোতেই, যেটি নবান্ন থেকে পাঠানো হয় তাতে টাইপিং এর ভুলের কারণে এই বিভ্রান্তি সৃষ্টি হয়। এবং পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড় পশ্চিম বাংলার মন্ত্রী দেওয়া সেই চিঠিতে সীলমোহর দিয়ে জানিয়েছেন যে আগামী ৭ই, মার্চ মাস থেকে পশ্চিম বাংলার বিধান সভা অধিবেশন শুরু হবে রাত দুটোতেই। এর পর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে বিষয়টি ভুলে হয়েছে বলে উল্লেখ করেন এবং তার সরকারের এ্যাডভোকেট জেনারেল শ্রী সৌমেন্দ্রনাথ মুখ্যারজী কে রাজভবনে পাঠানো হয় এবং পশ্চিম বাংলার বিধান সভার অধ্যাপক শ্রী বিমান ব্যানার্জী কে দিয়ে বলানো হয়। কিন্তু পশ্চিম বাংলার বিধান সভা অধিবেশন শুরু নিয়ে কোন জটিলতা না কাটাতে পারায় আজ পশ্চিম বাংলার মুখ্যসচিব শ্রী হরেকৃষ্ণ দ্বিবেদী নিজে যান রাজভবনে রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড়ের সাথে সাক্ষাৎ করতে। তিনি পশ্চিম বাংলার সরকারের যে ভুল টাইপিং এর বিষয়টি তুলে ধরেন তার পর রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড় পশ্চিম বাংলার বিধান সভা অধিবেশন শুরু করা হবে রাত দুটোর যায়গায় দিন দুটোতেই। এবং আগামী ১১ই, মার্চ পশ্চিম বাংলার বাজেট অধিবেশন শুরু হবে বলে উল্লেখ করেন। এবং পশ্চিম বাংলার রাজ্যপালের ধন্যবাদ সূচক বার্তা পড়ে এই অধিবেশন শুরু হবে দিন দুটোতেই।।