বেআইনি নিয়োগের জন্য এস এস সি দুই কর্মকর্তাকে সশরীরে হাইকোর্টের কাঠগড়ায়, তদন্তে নির্দেশ সি বি আইয়ের
০৪ মার্চ, ২০২২, 5:09 PM

০৪ মার্চ, ২০২২, 5:09 PM

বেআইনি নিয়োগের জন্য এস এস সি দুই কর্মকর্তাকে সশরীরে হাইকোর্টের কাঠগড়ায়, তদন্তে নির্দেশ সি বি আইয়ের
পশ্চিম বাংলার ইস্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে নিয়োগ দেয়া হয়েছে নবম ও দশম শ্রেণী র শিক্ষকদের সেখানে দেখা গেছে এমন শিক্ষক যে অঙ্ক ও ইতিহাস বিষয়ে পাস করে নি তাকে নিয়োগ দেয়া হয়েছিল বেআইনি ভাবে এই তথ্য তুলে ধরে মোট ১৭,জন, ইস্কুল শিক্ষক কে বেআইনি নিয়োগের দায়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এবং তাদের কে বেআইনি নিয়োগের জন্য পশ্চিম বাংলার ইস্কুল শিক্ষক সার্ভিস কমিশনের দুই কর্মকর্তা শ্রী শান্তি প্রসাদ সিনহা ও শ্রী স্মরজিৎ আচার্য কে সশরীরে হাইকোর্টের কাঠগড়ায় তোলেন হাইকোর্টের বিচারপতি শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি যেমন ইস্কুল সার্ভিস কমিশনের দুই কর্মকর্তা ধমক দিয়েছেন পাশাপাশি এই কেসের তদন্ত করতে সি বি আই এর ডি এস পি পর্যায়ের অফিসার দিয়ে পুরো কেসটির তদন্ত করতে বলেছেন। সেই সঙ্গে ইস্কুল সার্ভিস কমিশনের পাশ না করে চাকরি করা সেখ ইনসান আলী কে চাকরি থেকে বরখাস্ত করেন। পাশাপাশি তিনি ১৭,জনের, বেআইনি নিয়োগের জন্য যারা দায়ী তাদেরকে খুজেঁ বের করে আগামী ১৫,ই, মার্চ এর মধ্যে তার একলাসে রিপোর্ট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।