নিউইয়র্কেএ বাংলাদেশী নুরুল হক সন্ত্রাসী হামলার শিকার
০৩ মার্চ, ২০২২, 5:45 PM

০৩ মার্চ, ২০২২, 5:45 PM

নিউইয়র্কেএ বাংলাদেশী নুরুল হক সন্ত্রাসী হামলার শিকার
নিউইয়র্কে নুরুল হক (৫৮) এক বাংলাদেশী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তিনি ঘটনার দিন সন্ধ্যায় ব্রুকলীনের কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে কেরল ষ্ট্রীট সাবওয়ের ভিতর দুর্বৃত্তের হামলায় মারাত্মকভাবে জখম হন। হামলার পর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর বাপসনিউজ’র।
জানা গেছে, নুরুল হক তার কর্মস্থল ব্রুকলীনের কবির বেকারি থেকে কাজ শেষে সন্ধ্যায় বাসায় ফেরার পথে কেরল ষ্ট্রীট সাবওয়ের ভিতর দুষ্কৃতকারীর অতর্কিত হামলার শিকার হন। উপর্যপুরি হামলায় তিনি মারাত্মক ভাবে জখম। রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নুরুল হক জ্যামাইকার ১৬৮ প্লেসে বসবাস করছেন।
এদিকে, হামলার কারণ জানা না গেলেও এ ঘটনাকে হেইট ক্রাইম বলে ধারণা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলাকারীদের কেউ গ্রেফতার হয়েছে কিনা জানা যায়নি। কমিউনিটির নেতৃবৃন্দ এ সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।