পূর্ব মেদিনীপুর কে বিরোধী শূন্য করতে গিয়ে বোমা বিস্ফোরণ মামলার নোটিশ খেল সেই পশ্চিম বাংলার মন্ত্রী অখিল গিরি
০৩ মার্চ, ২০২২, 3:03 PM

০৩ মার্চ, ২০২২, 3:03 PM

পূর্ব মেদিনীপুর কে বিরোধী শূন্য করতে গিয়ে বোমা বিস্ফোরণ মামলার নোটিশ খেল সেই পশ্চিম বাংলার মন্ত্রী অখিল গিরি
গত ৩রা জানুয়ারি মাসে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীর ১৯৫,নাম্বার, বুথে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে সেই বোমা বিস্ফোরণে মারা যায় তৃনমূল দলের দুই নেতা ও কর্মী। সেই সময় এই বোমা বিস্ফোরণ মামলার তদন্ত করতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এন আই কে করাতে দাবি করেন পশ্চিম বাংলার বিরোধী দলের নেতা ও বিজেপি নেতা শ্রী শুভেন্দু অধিকারী। সেই মামলায় নোটিশ প্রদান করে পশ্চিম বাংলার মৎস মন্ত্রী ও পূর্ব মেদিনীপুর জেলার তৃনমূল দলের নেতা শ্রী অখিল গিরি কে। কিছুদিন আগে এই মন্ত্রী পূর্ব মেদিনীপুর কে বিরোধী শূন্য করতে ডাক দিয়েছিল। এবং পূর্ব মেদিনীপুর জেলা থেকে শুভেন্দু অধিকারী পরিবারের ক্ষমতা কে কেড়ে নিতে তার পুত্র সুপ্রকাশ গিরি কে কাথী পুরসভার নিবাচনে মাঠে নামতে বলেন। এবং পূর্ব মেদিনীপুর জেলার কাথী পুরসভা এবার বিজেপি র হাতছাড়া হয়েছে। এবং অধিকারী পরিবারের ক্ষমতা দখল করে নিয়েছে তৃনমূল দলের পুরসভার সদস্যরা। কিন্তু সব আশায় ছাই ফেলে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এন আই এ। আজ রিতিমত দিল্লি থেকে নোটিশ জারি করে তলব করেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীর ১৯৫,নম্বার, বুথে বোমা বিস্ফোরণ মামলায়। সেই সঙ্গে নোটিশ প্রদান করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তৃনমূল দলের মুসলিম সম্প্রদায়ের নেতা আনোয়ার উদ্দিন কে। তবে কি অখিল গিরি র সব হিসাব কিতাব পাল্টে দিতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এন আই এ। তবে তৃনমূল দলের পক্ষ থেকে বলা হয়েছে যে তৃনমূল দলের নেতা ও কর্মীদের নামে মিথ্যা মামলায় ফাসাতে বি জে পি কেন্দ্রীয় নেতৃত্ব এই কাজ করেছেন।