ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী একটি স্বজন হারানো পরিবার কে থাকার ব্যবস্থা করে দিলেন
০২ মার্চ, ২০২২, 8:42 PM

০২ মার্চ, ২০২২, 8:42 PM

ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী একটি স্বজন হারানো পরিবার কে থাকার ব্যবস্থা করে দিলেন
এক মাতা ও তার স্বামী তাদের একমাত্র রোজগারে পুত্রের মৃত্যুর সঠিক তদন্ত ও সি বি আই দিয়ে এই কেসের তদন্ত করতে ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাচি তে ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত সোরেন কাছে দাবি চাইতে আসেন। তখন তার সঙ্গে ছিলেন ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ জেলার বারহি র বিধায়ক শ্রী উমাশঙ্কর আকেলা ও গিরিডিহের বিধায়ক শ্রী সুদীব্য কুমার সোনু। তখন মৃত পুত্র এর মা শ্রীমতী উর্মিলা পান্ডে ও স্বামী মিতান্দর পান্ডে তাদের মৃত পুত্র শ্রী রুপেশ পান্ডে র জন্য ন্যায় বিচার চান। তখন মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত সোরেন তাদের বলেন যে তার ঝাড়খণ্ড রাজ্য সরকার ইতিমধ্যেই এই কেসের তদন্ত জন্য ফাস্ট ট্র্যাক কোটের কাছে আপিল করেছেন এবং এই কেসের দ্রুত বিচার যাতে শুরু হয় এবং দোষীদের অবিলম্বে শাস্তি নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর। তিনি মৃত পুত্রের পরিবারের থাকার জন্য হাজারিবাগ জেলার প্রশাসন নিদের্শ দিয়েছে এবং এদের দেখভাল করতে বিরহি র বিধায়ক শ্রী উমাশঙ্কর আকেলা ও গিরিডিহের বিধায়ক শ্রী সুদীব্য কুমার সোনু কে দেখতে বলেছেন শ্রীমতী উর্মিলা পান্ডে ও সিকান্দার পান্ডের পরিবারের।