ঢাকা ৩১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
আজিমপুর গণপূর্ত উপ-বিভাগ ২ এর উপ- সহকারী প্রকৌশলী তুষার আলমের দুর্নীতির আমলনামা ভয়ংকর! অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ পতিত স্বৈরাচার সরকারের আমলের বিসিআইসির সার ডিলার সিন্ডিকেট ভাঙ্গতে পারলেই সার ব্যবস্থাপনা সঠিক গতি ফিরে আসবে অবৈধভাবে জমি লিজ দিয়ে কোটি টাকা প্রকৌশলী রফিকুল ইসলামের পকেটে ফিরেছেন প্রসূনের বাবা, কোথায় ছিলেন বলছেন না বিআইডব্লিউটিএ-তে দুর্নীতি: প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী : জ্বালানি উপদেষ্টা আবু সাঈদ হত্যা : চার আসামি ট্রাইব্যুনালে

দোয়ারাবাজারে ইঁদুর-বিড়ালের মতো জায়গা দখল ও উচ্ছেদ খেলা চলছে

#

২৮ ফেব্রুয়ারি, ২০২২,  4:01 PM

news image

দোয়ারাবাজারে ইঁদুর-বিড়ালের মতো খাস জায়গা দখল ও উচ্ছেদ খেলা চলছে। একদিকে দখলমুক্তকরণে ঢাক ঢোল পিটিয়ে উচ্ছেদ, অন্যদিকে আবার দখল। উচ্ছেদের পরে আবার দখলের কারণে বারবার অভিযান চালাতে হচ্ছে কর্তৃপক্ষকে। আর এতে অর্থ খরচের পাশাপাশি নষ্ট হচ্ছে সময় এবং জনবল। অবৈধ দখল উচ্ছেদে সরকার যতটা উদ্যোগী ঠিক ততটা কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।


দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলোণী এলাকায় বিভিন্ন স্থানে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে সরকার নানা তৎপরতা বৃদ্ধি করেছে। কিন্তু এরপরও এক শ্রেণির সুযোগ সন্ধানীরা নানাভাবে তৎপর কীভাবে সরকারি বিভিন্ন জায়গা দখল করা যায়। অবৈধ স্থাপনা উচ্ছেদের পরও বাঁশতলার বিভিন্ন স্থানে দখল প্রবণতা অব্যাহতও রয়েছে।


দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ বেশ কিছু স্থাপনা নির্মাণকালেই অভিযান চালিয়ে কলনী এলাকার সৌদি আরব প্রবাসী মৃত শহিদ মিয়ার ছেলে রমজান ও আরব আমিরাত প্রবাসী আমির হোসেন স্ত্রী নাজমা আক্তার খাস জায়গা উদ্ধার করে।তারপরও কেউ কাঁচা, আধাপাকা আবার কেউ স্থায়ী পাকা ঘর নির্মাণ করে ফেলছে। 


সরজমিনে দেখা যায়, উপজেলার কলোনী এলাকায় অদৃশ্য শক্তি কারনে সদ্য ঘর মেরামতের কাজ চলছে। একদিকে প্রশাসন উচ্ছেদের প্রাণান্তকর চেষ্টা করলেও অন্যদিকে কী কারণে বৃদ্ধি পাচ্ছে বাঁশতলা কলোনী এলাকার দখলদারিত্ব। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন।


এই বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ বলেন আমি আজ জায়গা টি দেখে আসব।

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল