ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

শিলিগুড়িতে এস টি এফের জালে কে এল ও জঙ্গি অনিবাশ রায়

#

২৬ ফেব্রুয়ারি, ২০২২,  5:21 PM

news image

পশ্চিম বাংলার উত্তরে পাহাড়ি এলাকায় ভারতের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হয়ে চাদা ও টাকা পয়সা তুলতে এসেছিল কিছু কে এল ও জঙ্গি। তাদের বোঝা খুব সহজ ছিল না সাধারণ মানুষের। তারা সাধারণত মানুষের ভীড়ের মধ্যে মিশে গিয়ে বড় বড় বিজনেস ম্যান ও চা বাগানের মালিকের কাছ থেকে বড় অঙ্কের টাকা তুলছিল এমন খবর আসে পশ্চিম বাংলার এস টি এফের কাছে। এস টি এফের লোকজন তাদের ধরতে সাধারণ মানুষের মধ্যে মিশে যায়। আজ ঠিক সাকালে অসমের শ্রীরামপুর এলাকার কে এল ও জঙ্গি যখন একটি বিজনেস ম্যানেজারের কাছে টাকা চাইতে আসেন তখন সাদা পোশাকের ওৎ পাতা ঐ কে এল ও জঙ্গি অনিবাশ রায় সেই ফাদে পা দেয়। সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়। গত পনের বছর ধরে ভারতের নিষিদ্ধ কে এল ও জঙ্গি সংগঠন কে এল ও সদস্যরা স্বাধীন গ্রেটার কোচবিহার গঠন করার জন্য শত শত যুবক কে নিজের দলের মধ্যে টেনে ভারতের বিরুদ্ধে নাশকতা কাজ চালিয়ে যাচ্ছে। তাদের নেতৃত্বে আছেন শ্রী জীবন সিঙ। এর আগে কে এল ও জঙ্গি সংগঠনের মাথা জীবন সিঙ কে ধরার জন্য বহু চেষ্টা করেছেন ভারতের সামরিক বাহিনীর সদস্যরা এবং পশ্চিম বাংলার গোয়েন্দা কাহিনী। কিন্তু প্রতিবারই গোয়েন্দাদের জাল কেটে বের হয়ে যায়। সম্প্রতি কে এল ও জঙ্গিরা অবস্থান করছে ভারতের অসম ও চীনের এবং মায়ানমারের ঘন জঙ্গলে। তারা মাঝে মাঝে এসে ভারতের মধ্যে নাশকতা কাজ চালিয়ে ফিরে যায় ভারতের সীমান্ত অতিক্রম করে ঘন গভীর জঙ্গলের মধ্যে। কে এল ও জঙ্গি সংগঠনের সভাপতি জীবন সিঙ কে ধরতে সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের সরকার ও পশ্চিম বাংলার গোয়েন্দারা। জীবন সিঙ এর নামে বহু ইউ পি এতে মামলা ঝুলছে। তাকে ধরতে ভারতের সরকার হুলিয়া জারি করে দিয়েছে। শিলিগুড়ি তে ধৃত কে এল ও জঙ্গি অনিবাশ রায় কে শিলিগুড়ি জেলা দায়রা বিচারপতির কাছে তোলা হবে এবং আরো জিগ্গেস বাদ করার জন্য তাকে পুলিশের রিমান্ডে নেওয়ার জন্য একটি রিট আবেদন করবেন পশ্চিম বাংলার এস টি এফের পক্ষ থেকে এমনটা জানা যায়।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান