গুনাতে নিজের মেয়ে কে খুন করে তার উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে
২৪ ফেব্রুয়ারি, ২০২২, 2:50 PM

২৪ ফেব্রুয়ারি, ২০২২, 2:50 PM

গুনাতে নিজের মেয়ে কে খুন করে তার উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে
ঘটনা অবিশ্বাস্য হলেও বাস্তব জীবনে এমন একটি ঘটনা ঘটেছে ভারতের মধ্য প্রদেশ রাজ্যের গুনা জেলার বজরঙগড় থানার ডামডলির জঙ্গলে। নিজের মেয়ে তার যৌন সম্পর্ক স্থাপন করতে ১৪বছরের এক কিশোরী কে তার বাবা নিয়ে যায় গুনা জেলার অন্তর্গত বজরঙগড় থানার ডামডলির জঙ্গলে। সেখানে নিয়ে গিয়ে তার উপর যৌন সম্পর্ক স্থাপন করতে চাইতে আপত্তি করে ঐ ছোট মেয়ে। এবং এই ঘটনার কথা তিনি তার পড়া প্রতিবেশীদের কাছে বলে দেবার হুমকি দেন। এর পর তার প্রতিবন্ধী বাবা তাকে জঙ্গলে খুন করে তার মেয়ের উপর যৌন নির্যাতন চালায়। দীর্ঘ সময় না আসাতে তার ঐ প্রতিবন্ধী বাবা নাটক করে তার প্রতিবেশীদের কাছে মেয়ে কে পাওয়া যাচ্ছে না খবর দেন। খবর দেওয়া হয় গুনা জেলা পুলিশের বজরঙগড় থানা তে। ছুটে আসে পুলিশ স্হানীয় লোকজন কে জিগ্যেস বাদ করে জানতে পারেন যে শেষ দেখা যায় যে ঐ মেয়েটির বাবার সাথে যেতে দেখেন ডামডলির জঙ্গলের দিকে। তখন মেয়েটির বাবা কে চেপে ধরে পুলিশ তখন তিনি ভেঙে পড়ে। এবং তার মেয়েকে মেরে ফেলে তার উপর যৌন অত্যাচার ও পাশবিক অত্যাচার করে খুন করে দিয়েছে। খবর দেওয়া হয় গুনা জেলা পুলিশ সুপার শ্রী রাজীব কুমার মিশ্র আই পি এস কে। তিনি মৃত মেয়েটির বাবা কে গ্রেফতার করার নির্দেশ দেন। মৃত মেয়েটির বাবার বিরুদ্ধে খুন ও খুনের পর ধর্ষণ করা এবং তার প্রমাণ লোপাট করার চেষ্টা এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে এমন ঘটনা ভারতের মধ্যে খুব কম হয়েছে বলে মনে করা হচ্ছে। মৃত মেয়েটির বাবার উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে গ্রাম বাসীরা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।