পশ্চিম বাংলার প্রতিবাদী কলকাতার আলিয়া ইউনিভার্সিটি র ছাত্র নেতা আনিস খানের খুনের বিচার চেয়ে উস্হি থানা ঘেরাও বামফ্রন্টের যুব ইউনিটের
২৩ ফেব্রুয়ারি, ২০২২, 12:56 PM

২৩ ফেব্রুয়ারি, ২০২২, 12:56 PM

পশ্চিম বাংলার প্রতিবাদী কলকাতার আলিয়া ইউনিভার্সিটি র ছাত্র নেতা আনিস খানের খুনের বিচার চেয়ে উস্হি থানা ঘেরাও বামফ্রন্টের যুব ইউনিটের
পশ্চিম বাংলার হাওড়া জেলার আমতা থানা এলাকায় কলকাতার আলিয়া ইউনিভার্সিটি র প্রতিবাদী ছাত্র নেতা আনিস খানের খুনের ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং এই খুনের সি বি আই তদন্তের দাবিতে আগামী কাল অথাৎ ২৪/০২/২০২২, শে, ফেব্রুয়ারি বিকাল, ৪,ঘটিকায়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার জেলা পুলিশের অধীনে উস্হি থানাতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবে মগরাহাট পশ্চিমের বামফ্রন্টের ১,নাম্বার, ইউনিটের উস্হি লোকাল এরিয়া কমিটি। এই বিক্ষোভ প্রদর্শন ও কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং উপস্থিত থাকবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম নেতা কমরেড শ্রী বাপ্পা ঘোষ ও কমরেড জনাব শাহনাজ মোকামী মিন্টু এবং শ্রী চন্দ্র নাথ সরদার। এবং উস্হি লোকাল এরিয়া কমিটির পক্ষে উপস্থিত থাকবেন মগরাহাট পশ্চিমের কৃষক সভার এরিয়া সভাপতি কমরেড জনাব মুজাহিদ কবির শিরয়াওনী এবং কমরেড সব্যসাচী মোল্লা ও আইনজীবী কমরেড জনাব জাহির উদ্দিন মোল্লা ও শেরপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে কমরেড কবিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব। এই সভা থেকে উস্হি থানার অফিসার ইনচার্জ শ্রী মিলটন রক্ষিতের হাতে বামফ্রন্টের যুব ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আনিস খানের হত্যার প্রকৃত অপরাধীদের কঠিন শাস্তি দেবার দাবিতে এবং সি বি আই তদন্ত এর দাবিতে স্মারকলিপি দেওয়া হবে।। তবে কোভিড করোনা বিধিনিষেধ মেনে এই সভাটি অনুষ্ঠিত হবে জানা গেছে।