হেজাব নিয়ে প্রশ্ন তুললেন সাবেক ত্রিপুরার রাজ্যপাল ও বিজেপি নেতা তথাগত রায়
১৭ ফেব্রুয়ারি, ২০২২, 5:03 PM

১৭ ফেব্রুয়ারি, ২০২২, 5:03 PM

হেজাব নিয়ে প্রশ্ন তুললেন সাবেক ত্রিপুরার রাজ্যপাল ও বিজেপি নেতা তথাগত রায়
ভারতের মহিলাদের মাথার ঘোমটা ও পাঞ্জাবিদের মাথায় পাগড়ি যদি থাকতে পারে এবং পরতে পারে তাহলে মুসলিম ছাত্রীরা ও মহিলাদের হেজাব পরতে বিধিনিষেধ আরোপ কেন। এই প্রশ্ন নিয়ে যখন ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ প্রশ্নের উত্তরে আজ ভারতের ত্রিপুরা রাজ্যের সাবেক রাজ্যপাল ও বি জে পি এবং এর এস এস নেতা তথাগত রায় বলেন যে ভারতের ঘোমটা ও পাগড়ি পরারা ভারত কে ভাগ করে নি এবং ভারত থেকে ওরা পাকিস্তানে যায়নি। তাই ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এ এমন প্রশ্ন করার মুরুক্ষমিতার পরিচয় দিয়েছেন মুসলিম সম্প্রদায়ের হয়ে লড়তে যাওয়া ঐ আইনজীবি। এই কথা বলার পর সারা ভারতের মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের কাছে বি জে পি র চিন্তা ধরা উলঙ্গ হয়েগেছে বলে মনে করছেন ভারতের মানুষ।