অসম রাইফেলের কর্নেল শ্রী প্রকাশ ত্রিপাঠীর উপর হামলার দায় স্বীকার করেছেন জঙ্গি সংগঠন টিটার অরগানাইজেশন
১৪ নভেম্বর, ২০২১, 1:38 PM

১৪ নভেম্বর, ২০২১, 1:38 PM

অসম রাইফেলের কর্নেল শ্রী প্রকাশ ত্রিপাঠীর উপর হামলার দায় স্বীকার করেছেন জঙ্গি সংগঠন টিটার অরগানাইজেশন
গতকাল ভারতের মনিপুরের চূড়াচন্দপুরে মায়ানমারের সীমান্তে অসম রাইফেলের কর্নেল শ্রী প্রকাশ ত্রিপাঠী র উপর ভয়াবহ আই ডি হামলার দায় স্বীকার করেছেন মনিপুরের জঙ্গি সংগঠন টিটার অরগানাইজেশন। তারা কর্নেল শ্রী প্রকাশ ত্রিপাঠী র সাথে তার স্ত্রী ও পুত্র ছিলেন তা তাদের কাছে খবর ছিল না। তাই তারা কর্নেল শ্রী প্রকাশ ত্রিপাঠী র পুত্র ও স্ত্রী র মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেন। তাদের দাবি দীর্ঘদিন ধরে অসম রাইফেলের সদস্যরা মনিপুরের মাটিতে আদিবাসী ও তাদের দলের বহু সংখ্যক সদস্যদের ধরে ব্যপক নির্যাতন করে এবং তাদের বন্দী করে রাখেন। তারা বার বার অনুরোধ করার পর তাদের কথায় কান দেননি অসম রাইফেলের কর্নেল শ্রী প্রকাশ ত্রিপাঠী। বাধ্য হয়ে তারা প্রতিশোধ নিতে হুমকি দিয়েছেন আগে। কিন্তু কাজ না হওয়াতে গতকাল নিদিষ্ট খবরের উপর নির্ভর করে আই ডি নিয়ে হামলা চালায়। এবং এই হামলায় অসম রাইফেলের কর্নেল শ্রী প্রকাশ ত্রিপাঠী ও তার স্ত্রী এবং তার , ৬,বৎসরের, নাবালক পুত্রের মৃত্যু হয়। এবং অসম রাইফেলের ছয় জওয়ান নিহত হন। এই ঘটনার জন্য কোন জঙ্গি সংগঠন করছে তার সঠিক উত্তর না পাওয়াতে চিহ্নিত ছিল ভারতের সামরিক বাহিনীর সদস্যরা। আজ সকালে এই ঘটনার জন্য দায় স্বীকার করেছেন টিটার অরগানাইজেশন, এদের সাথে যুক্ত ছিলেন আলফা ও নাগাল্যান্ড আই জ্যাক মুইভা গ্রুপ। দীর্ঘদিন ধরে ভারতের সীমান্ত এলাকায় মনিপুরের জঙ্গল লাগোয়া মায়ানমারের সীমান্ত এলাকায় জঙ্গি সংগঠন ঘাটি গেড়ে বসে আছে। মাঝে মাঝে ভারতের সামরিক বাহিনীর সদস্যদের তাড়া খেয়ে পালিয়ে যায় মায়ানমারের সীমান্ত এলাকায়। ফের ফিরে এসে জঙ্গি কার্যক্রম শুরু করে। ইদানীং কালে তারা অতি সক্রিয় হতে জঙ্গি দমনে নামে অসম রাইফেলের কর্নেল শ্রী প্রকাশ ত্রিপাঠী র নেতৃত্বে। তখন থেকেই অসম রাইফেলের কর্নেল শ্রী প্রকাশ ত্রিপাঠী র উপর হামলার পরিকল্পনা করেন। গতকাল সকাল, ১০,৪০,মিনিটে, অসম রাইফেলের কর্নেল শ্রী প্রকাশ ত্রিপাঠী র কনভয়ে ভয়াবহ আই ডি হামলা চালায় ভারতের নিষিদ্ধ জঙ্গি সংগঠন টিটার অরগানাইজেশন।