ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

হাওড়ায় এক মাতাল কে ছাড়াতে এসে পুলিশের জালে ধরা পড়ল এক ভূয়া আই পি এস

#

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  4:32 PM

news image

এদিন পশ্চিম বাংলার ব্যাস্ততম জেলা হাওড়ার বাজারে এক নেশাখোর সকাল থেকে বাজারে মাতলামি করছিল। সাধারণত মানুষের সাথে খারাপ ব্যবহার করছিল। অগনিত বাজারে আসা মানুষের মধ্যে কিছু মানুষ ঐ মাতাল কে ধরে উদ্ধোম মাদ্ধোম মার দিয়ে স্হানীয় হাওড়া পুলিশের কাছে খবর দেওয়া হয়। স্হানীয় হাওড়া থানার বড় বাবু এসে ঐ মাতাল ও নেশা গ্রস্ত ব্যাক্তি কে হাওড়া থানাতে নিয়ে আসেন। ঠিক সেই সময় এক ব্যক্তি নিজেকে আই পি এস পুলিশ অফিসার পরিচয় দিয়ে মাতাল কে ছাড়াতে আসেন। সব ঠিক ছিল । এবং থানায় আগত আই পি এস অফিসার আসার খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। খাতির যন্ত চলতে থাকে। স্হানীয় মানুষ ও গনমাধ্যমের লোকেরা চলে আসেন। ঠিক সেই সময় ঐ আই পি এস পরিচয় দেওয়া ব্যাক্তির মধ্যে কিছু গরমিল দেখা যায়। তখন সন্দেহ হয় যে মাতাল নেশা খোর ব্যাক্তি কে যে ছাড়াতে এসেছে সে আসলে কোন আই পি এস অফিসার নয়। তখন ঐ ভূয়া আই পি এস অফিসার কে চেপে ধরতে বেরিয়ে আসে আসল রহস্য। এই জালি ও ভূয়া আই পি এস অফিসার আসলে প্রকৃত আই পি এস অফিসার নয়। তিনি নিজেকে যে ২০১৪,সালের, ব্যাচের যে আই পি এস অফিসার হিসেবে তুলে ধরেন তা মিথ্যা ও জাল। তিনি আসলে ভারতের সামরিক বাহিনীর এক সিপাই ছিল নাম শ্রী নব কুমার। তখন সাথে সাথে ঐ ভূয়া আই পি এস অফিসার শ্রী নব কুমার কে গ্রেফতার করা হয়। এবং মাতাল ও নেশাখোর ব্যাক্তি দুই জন কে হাওড়া জেলা আদালতে তোলা হবে। এবং হাওড়া জেলার বিভিন্ন যায়গায় নিজেকে আই পি এস অফিসার বলে দাবি করে তাকে পুলিশের হেফাজতে নেওয়ার জন্য ১০,দিনের, রিট আবেদন করবে বলে হাওড়া জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।খবর লেখা পযন্ত ঐ ভূয়া আই পি এস অফিসার শ্রী নব কুমার হাওড়া পুলিশের শ্রী ঘরে রয়েছেন।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান