ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

পূর্ব বর্ধমান পৌরসভায় দলের টিকিট না পেয়ে বালখিল্য কান্নায় ভেঙে পড়লেন জেলার তৃনমূল দলের ডাকাবুকো নেতা আব্দুল রব

#

১০ ফেব্রুয়ারি, ২০২২,  4:59 PM

news image

আসন্ন পৌরসভা নির্বাচনে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে, ৩৫,বৎসরের, রাজনীতি করা এবং বামফ্রন্ট আমলে ৫,বার, জেল খাটা ও গত পৌরসভা নির্বাচনে ২,নম্বার, বর্ধমান পৌরসভা কাউন্সিলর জনাব আব্দুল রব এবার তৃনমূল দলের টিকিট না পাওয়াতে সবার সামনে বালখিল্য মতো কান্নায় ভেঙে পড়লেন। তার দাবি দীর্ঘদিন ধরে তৃনমূল দলটি করে আসছেন। এবং তার দাবি মতো এবারও বর্ধমান পৌরসভার, ২,নম্বার, ওয়াট থেকে তার যায়গায় তার স্ত্রী কে দাড় করাবার কথা ছিল। কিন্তু সব ঠিক ছিল। পরে প্রার্থী তালিকা ঘোষণা হতে দেখা যায় তার দাবি মতো তার স্ত্রী কে দুই নম্বর ওয়াট থেকে তৃনমূল দলের টিকিট দেওয়া হয় নি। এবং ঐ দুই নম্বর ওয়াট থেকে প্রার্থী করা হয়েছে অন্যজন কে। এই ঘটনা সামনে আসতে কান্নায় ভেঙে পড়লেন। বললেন দীর্ঘ প্রায় ৩৫,বৎসর, রাজনীতি করছেন এবং বামফ্রন্টের সময় তিনি পাচ বার জেলে গেছেন। কিন্তু তিনি ডানপন্থী দল ছাড়েননি। এতবড় অপমান কোন দিন হননি। এই প্রসঙ্গে বর্ধমান দক্ষিণের বিধায়ক শ্রী খোকন দাস বলেন যে বর্ধমান পৌরসভার মোট, ৩৫,আসান, দাবিদার প্রায়, ২০০,জন। তার মধ্যে দল জনাব আব্দুল রবের স্ত্রীর নাম পাঠিয়েছিল। কিন্তু পূর্ব বর্ধমান জেলার তৃনমূল দলের নেতৃত্ব আব্দুল রবের স্ত্রীর নাম বাদ দিয়ে ওখানে অন্যজন কে তৃনমূল দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তবে জনাব আব্দুল রব যে তৃনমূল দলের পূর্ব বর্ধমান জেলার দলের সাধারণ সম্পাদক বটে এবং দলের ডাকাবুকো নেতা। তাকে কেন দলের টিকিট দিল না সেটা দলের হাইকমান্ড বলতে পারবেন। তবে বর্ধমান দক্ষিণের বিধায়ক শ্রী খোকন দাস বলেন যে আব্দুল রবের স্ত্রী দলের টিকিট দিলে ভালো হত।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান