মানবিক মালদহ জেলা পুলিশ প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকার, প্রেমিক ধরে বিয়ে দিলেন মন্দিরে নিয়ে
০৪ ফেব্রুয়ারি, ২০২২, 4:39 PM

০৪ ফেব্রুয়ারি, ২০২২, 4:39 PM

মানবিক মালদহ জেলা পুলিশ প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকার, প্রেমিক ধরে বিয়ে দিলেন মন্দিরে নিয়ে
দীর্ঘদিনের ভালবাসা এমন ভাবে নস্ট হতে পারে তা কল্পনা করতে পারেনি পশ্চিম বাংলার মালদহ জেলার মখনার ফড়িতে বসবাস কারি বিহারের কাটিহার জেলা থেকে আগত শ্রীমতী দেবী সিঙ। তিনি প্রেমের জালে আটকে পড়েন বিহারের দ্বারভাঙ্গা জেলার বাসিন্দা শ্রী শঙ্কর সাহানির জালে। দীর্ঘদিন ধরে তাদের প্রেম ও ভালবাসা চলতে থাকে। এদিকে মাতৃ ও পিতা হীন অসহায় বালিকা শ্রীমতী দেবী সিঙ বিয়ের প্রস্তাব নিয়ে যায় বিহারের দ্বারভাঙ্গা জেলার বাসিন্দা তার প্রেমিকা শ্রী শঙ্করের কাছে । তখনই তিনি শ্রীমতী দেবী সিঙ কে বিবাহ করতে অস্বীকার করেন। এই অসহায় মেয়েটি কাদতে কাদতে আসেন মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানায়। তখন হরিশ্চন্দ্রপুর থানার আই সি শ্রী সঞ্জয় কুমার সব কথা শুনে তিনি মেয়েটির প্রেমিক কে ধরে আনতে বলেন। এবং মেয়েটির প্রেমিক শ্রী শঙ্কর সাহানি থানায় আনার পর তার সাথে যে মেয়েটির ভালবাসা ছিল তা জানান। তখন হরিশ্চন্দ্রপুর থানার আই সি শ্রী সঞ্জয় কুমার নেতৃত্বে পুলিশ বাহিনী দুই জন কে নিয়ে স্হানীয় মন্দিরে নিয়ে গিয়ে বিবাহ দেন। এবং এদের তদারকি করেন মখনার ফড়িতে বসবাস কারি মুসলিম বাসিন্দা জনাব আব্দুল মতিন সাহেব। তাদের দুই হাত কে এক যায়গায় করে দেবার ফলে খুশি নবদম্পতি ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও এলাকার বাসিন্দারা। ধুমধাম করে বাজনা বাজিয়ে দুই জন কে বিয়ে দেওয়া হয়েছে। হরিশ্চন্দ্রপুর থানার মানসিকতায় এই সামজিক কাজ টি হবার জন্য সকলেই ধন্যবাদ জানাচ্ছেন হরিশ্চন্দ্রপুর থানার আই সি শ্রী সঞ্জয় কুমারকে।