তানোরে ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
০৪ ফেব্রুয়ারি, ২০২২, 12:11 PM

০৪ ফেব্রুয়ারি, ২০২২, 12:11 PM

তানোরে ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
রাজশাহীর তানোর উপজেলায় ইরি মৌসুমে ধান রোপনে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা।
এ বছরে বাজারে আমন ধানের দাম ভালো পাওয়া কৃষকরা ইরি-বোরো ধান চাষে ঝুঁকিয়ে পরেছেন । ইতোমধ্যেই উপজেলা জুড়ে লক্ষ্যমাত্রার প্রায় ৭০ ভাগ জমিতে ধান রোপণ করা হয়েছে। শীত উপেক্ষা করে ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সারাদিন মাঠে কাজ করছেন কৃষক চাষীরা।
এদিকে বাজারে ডিজেল তৈল ও কীটনাশক ঔষধের দাম বৃদ্ধি পাওয়ায় ধান চাষে বিঘা প্রতি এক থেকে দেড় হাজার টাকা অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে কৃষকদের।
ইতি মধ্যেই প্রায় ৭০ ভাগ জমিতে ধান রোপণ শেষ হয়ে গেছে।
এবার উপজেলা জুড়ে জিরা, কাটারী,ব্রি-৮১, ৮৯, ১০০ ধানসহ অন্যান্য জাতের ধান রোপণ করা হচ্ছে।
কৃষকরা জানিয়েছেন, বাজারে আমন মৌসুমের ধানের দাম ভালো পাওয়ায় কৃষকরা লাভবান হয়েছেন। আগের বছরের তুলনায় এ বছর আমন ধানের ফলন যেমন ভালো হয়েছে তেমনি বাজারে দামও বেশ ভালো পেয়েছেন চাষিরা। ফলে সব মিলিয়ে এবার ইরি-বোরো ধান চাষে ঝুঁকেছেন কৃষকরা।
উপজেলার আমশো গ্রামের ইন্তাজ মোল্লা , যোগীশো গ্রামের কৃষক রফিকুল ইসলাম , গোকুল গ্রামের কৃষক মিঠু হোসেনসহ অনেকেই জানান, গত কয়েক বছরের তুলনায় বর্তমানে বাজারে ধানে ভালো দাম পাওয়া যাচ্ছে। তাই কৃষকরা ইরি-বোরো ধান চাষে বেশি ঝুঁকেছেন। ইতি মধ্যেই অধিকাংশ জমিতেই ধান রোপণ করেছেন কৃষকরা।
তারা জানান, বাজারে ডিজেল তেল ও কীটনাশক ঔষধের দাম বৃদ্ধি হওয়ায় কৃষকদের ধান চাষে বিঘা প্রতি এক থেকে দেড় হাজার টাকা অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। এসবের দাম কমে গেলে কৃষকরা ধান চাষে অধিক লাবভান হবেন বলে আশা করছেন কৃষকরা।