ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

আজ থেকে খুলে গেল খাজা গরীব নেওয়াজের জান্নাতী দরজা আজমির শরীফে

#

০৩ ফেব্রুয়ারি, ২০২২,  7:39 PM

news image

ভারতের রাজস্থান রাজ্যের পবিত্র উরুসপাক উপলক্ষে হিন্দের ওলি হজরত খাজা মঈনুদ্দিন শাহ জালাল শাহ চিশতী রহমাতুল্লাহি ওয়াসাল্লাম এর সেই পবিত্র জান্নাতী দরজা সবার জন্য খুলে দেওয়া হয়েছে। আজ এই খবর দিয়েছেন হিন্দের ওলি হজরত খাজা মঈনুদ্দিন শাহ জালাল শাহ চিশতী রহমাতুল্লাহি ওয়াসাল্লাম এর ৮২৪,  তম , পুরুষ খাজা বাবার সাধক ও খাদেম হজরত মাওলানা খাজা সৈয়দ নাসির উদ্দিন শাহ জালাল চিশতী সাহেব। তিনি বলেন দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন যায়গায় কোভিড করোনা ভাইরাসের সংক্রমণ দ্বারা আক্রান্ত মানুষের সঙ্খ্যা বৃদ্ধির কারণে কোভিড করোনা ভাইরাসের বিধিনিষেধ আরোপ করা ছিল দরকার শরীফ। তাই অনেক টাই বন্ধ ছিল পবিত্র মাজার পাক। অবশেষে পবিত্র উরুসপাক উপলক্ষে আজমির শরীফের খাজা গরীব নওয়াজের সেই পবিত্র জান্নাতী দরজা সকলের জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ মানুষের দর্শন পেতে চলে খাজা গরীব নওয়াজের মাজারের মধ্যে সেই জান্নাতী দরজা। কথিত আছে এই দরজা খুলে হিন্দের ওলি হজরত খাজা গরীব নওয়াজ আল্লাহ পাকের দর্শন পান এই পবিত্র জান্নাতী দরজা দিয়ে। এই বছর কোভিড করোনা বিধিনিষেধ মেনে শুরু হতে চলেছে পবিত্র উরুসপাক। এর ফলে পৃথিবীর বিভিন্ন যায়গায় থেকে লক্ষ লক্ষ মানুষের ভীড় হবে আজমির শরীফে।এই পবিত্র উরুসপাক উপলক্ষে খাজা গরীব নওয়াজের মাজারের চাদর চড়া বেন প্রথা অনুসারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী অশোক গৌলত এবং ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী সব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। তার পর সাধারণ মানুষের দর্শন করতে সব দরজা খুলে দেওয়া হবে আজমির শরীরের।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান