ভারতের জাতীয় সঙ্গীত অবমাননা বোম্বাই আদালতে সমন জারি মমতার বিরুদ্ধে
০৩ ফেব্রুয়ারি, ২০২২, 7:36 PM

০৩ ফেব্রুয়ারি, ২০২২, 7:36 PM

ভারতের জাতীয় সঙ্গীত অবমাননা বোম্বাই আদালতে সমন জারি মমতার বিরুদ্ধে
গতকাল সদ্য ভারতের তৃনমূল দলের সভাপতি হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার রেস কাটতে না কাটতে গতকাল বৈ কালে ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ের একটি আদালতে তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভারতের জাতীয় সঙ্গীত অবমাননায় হাজির হতে নির্দেশ দিয়েছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে না গেলেও তার আইনজীবী দিয়ে বলতে হবে তিনি কেন যেতে পারেন নি। গত প্রায় মাস তিনেক আগে মহারাষ্ট্র রাজ্যের বোম্বাই শহরে গিয়েছিল শিল্প সম্মেলনে। সেখানে ভারতের বিভিন্ন যায়গার শিল্পপতিদের সাথে একটি অনুষ্ঠানে যোগ দেন। এবং অনুষ্ঠান শেষে ভারতের জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে ভুল করে। তখন সেই জাতীয় সঙ্গীত ভুল ভাবে গাওয়া নিয়ে বোম্বাই একটি দায়রা আদালতে মামলা দায়ের করেন এক ব্যক্তি। সেই ঘটনার বিবরণ শোনার পর বোম্বাই এর দায়রা আদালতের বিচারক তৃনমূল দলের সভানেত্রী এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে জাতীয় সঙ্গীত অবমাননায় দায়ে কোর্টে হাজির হবার সমন পাঠিয়েছেন। তবে তিনি না গিয়ে তার আইনজীবী দিয়ে হাজির হতে পারেন। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মহারাষ্ট্র রাজ্যে গিয়েছিল তখন তিনি মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী উদ্ভব ঠাকুরে এবং এন সি পি নেতা শারদ পাওয়ার সব বি জে পি বিরোধী দলের নেতা ও নেত্রীদের নিয়ে বৈঠক করেন বি জে পি বিরোধী জোট সরকার গঠন করার জন্য। তাই বি জে পি কোন নেতা ও কর্মীকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননায় দায়ে অভিযুক্ত করে কেস করেছেন বোম্বাইয়ের দায়রা আদালতে।