ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

ছাত্রলীগ নেতার ফেইসবুক স্ট্যাটাসে এমপি মানিককে আপনি ৭১এর রাজাকারদের থেকেও ভয়ংকর

#

১৪ নভেম্বর, ২০২১,  12:55 AM

news image



ছাতক দোয়ারাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রঙ্গে এমপি মানিককে নিয়ে ফেইসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানবীর রশীদ ইমন বলেন,

আমাদের প্রাণ প্রিয় দোয়ারাবাজার উপজেলার সকল ইউনিয়নের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের অভিনন্দন জানাই ।

সেই সাথে আরেকটা কষ্টের কথা বলতে চাই , সুনামধন্য লক্ষীপুর ইউনিয়নের নৌকা মনোনীত চেয়ারম্যান এর মনোনয়ন বাজেয়াপ্ত হয়েছে । আনুমানিক উনি ২৮২ থেকে ৩০০ ভোট পেয়েছেন । প্রায় একই অবস্থা বাংলা বাজার ইউনিয়ন এর । আমরা সবাই জানি এইবার ছাতক-দোয়ারাবাজারের ১৯ টি ইউনিয়নের সবকয়টি নৌকা ,  মাননীয় এমপি মহোদয়ের প্রিয় ব্যক্তিরা পেয়েছে , তার পরেও কেন মাত্র  ৯টি ইউনিয়নে নৌকা পাস করল ? বৃহত্তর দোয়ারাবাজার উপজেলার আওয়ামী লীগের সবাই জানি যে, লক্ষীপুর ইউনিয়নে আমাদের মাননীয় এমপি মহোদয় উনার প্রিয় ব্যক্তিত্ব বর্তমান চেয়ারম্যান বিগত ইউনিয়ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী আমিরুল হক কে বিজয়ী করার জন্য, একজন অযোগ্য ব্যক্তির হাতে নৌকা তুলে দিয়েছেন । একইভাবে বাংলাবাজার ইউনিয়নের বিগত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী জসিম মাস্টার কে পাস করানোর জন্য একই কাজ করেছে । বিশেষ করে দোয়ারাবাজার উপজেলা সকল সন্মানিত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি , আপনাদের উচিত ছিল বিষয়টা তুলে ধরা । কিন্তু আপনারা কেউই এ নিয়ে কোন নিউজ করেন নাই । মাননীয় এমপি মহোদয়ের উপর যথাযথ সম্মান রেখে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ এর নৌকা মার্কার জন্যই আপনি এমপি হয়েছেন, আপনি কেন বারেবারে এটা ভুলে যান । নাকি এখনো আপনি আওয়ামিলীগার হতে পারেননি ? এখনো সংস্কারপন্থী এবং বামপন্থী রয়ে গেলেন । আমি মনেপ্রাণে বিশ্বাস করি , যারা মন থেকে আওয়ামী লীগ করে এই উপজেলায় , এইরকম প্রত্যেকটা ব্যক্তি আপনার এই আচরণে ব্যতীত হয়েছে । মনে রাখবেন প্রত্যেকটি মানুষের জীবনের প্রত্যেকটি কাজের মূল্য এই দুনিয়াতে এবং আখিরাতে দিতে হবে । আপনি ৭১এর রাজাকারদের থেকেও ভয়ংকর । আপনাকে বলাই যায় , আপনি ৭৫এর খন্দকার মোশতাকের অনুসারী । আর দোয়ারাবাজারের সকল আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই , সবসময় মনে রাখবেন ব্যক্তি থেকে দল বড় , ব্যক্তি শেষ হয়ে যায় কিন্তু দল রয়ে যায় ।


জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান