গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত তিস্তা ব্রিজের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে
২৮ জানুয়ারি, ২০২২, 1:41 PM

২৮ জানুয়ারি, ২০২২, 1:41 PM

গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত তিস্তা ব্রিজের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে
২০১৪ সালের ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিস্তা ব্রিজের শুভ উদ্বোধন করেন কিন্তু বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন ব্রিজের কাজ স্থগিত ছিল, তারপর মহান জাতীয় সংসদে গাইবান্ধার সুন্দরগঞ্জের মাটি ও মানুষের প্রানের নেতা প্রয়াত গোলাম মোস্তফা আহমেদের বলিষ্ঠ বক্তব্য ও সুন্দর উপস্থাপনার কারণে ২০২১ সালের ফেব্রুয়ারিতে কাজ শুরু হয় ৷ব্রিজের দৈর্ঘ্য ১৪৯০ মিটার, মোট নির্মাণ ব্যয় ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা ৷ মুল ব্রিজের নির্মাণ ব্যয় ২৭৯ কোটি ৪৭ লাখ, ব্রিজের দুইপাশে সড়ক নির্মাণ ব্যয় ৮ কোটি ৫৫ লাখ, জমি অধিগ্রহণ ৬ কোটি৷ মোট পিলার হবে ৩০ টি; নদীর অভ্যন্তরে ২৮টি এবং ব্রিজের দুই মাথায় ২ টি ৷ ৬ টি পিলারের কাজ প্রায় সম্পন্ন, ব্রিজের উভয় পাশে নদী শাসন বাঁধ ৩.১৫ কিলোমিটার, উভয় পাশে সড়ক নির্মাণ ৫৭.৩ কিলোমিটার, ব্রিজটির কাজ সু-সম্পন্ন ও দৃশ্যমান হলে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার মান উন্নত ও সুগম হবে এবং তিস্তা পাড়ের হাজার হাজার মানুষ প্রবাল নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে ৷ রংপুর, কুড়িগ্রাম থেকে ঢাকা যেতে প্রায় ১৫০ থেকে ২০০ কিলোমিটার রাস্তা যেখানে ঘুরে যাওয়া লাগত, ব্রিজটি সম্পন্ন হলে তাদের ১৫০ থেকে২০০ কিলোমিটার রাস্তা তাদের কমে যাবে, পূর্ণ হবে এলাকাবাসীর বহুদিনের লালিত স্বপ্ন ৷