গরীব ও দুস্থ মানুষের শীতবস্ত্র বিতরণে এগিয়ে এল মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা
২৮ জানুয়ারি, ২০২২, 1:30 PM

২৮ জানুয়ারি, ২০২২, 1:30 PM

গরীব ও দুস্থ মানুষের শীতবস্ত্র বিতরণে এগিয়ে এল মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা
আজ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবারে এম পি শ্রী অভিষেক ব্যানার্জী ও পশ্চিম বাংলার তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও পশ্চিম বাংলার বিধান সভার সদস্য এবং সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান জনাব শওকত মোল্লার নির্দেশে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের অন্যতম নেত্রী এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শ্রীমতী সঙ্গীতা হালদারের সহযোগিতায় আজ প্রায় শতাধিক গরীব মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে মগরাহাট পশ্চিমের উস্হি অঞ্চল ও উত্তর কুসুম অঞ্চলের শতাধিক মানুষ এই শীতবস্ত্র বিতরণের অংশ নেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের , ৫৩,নাম্বার, জেলা পরিষদের সদস্য ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের অন্যতম নেত্রী শ্রীমতী সঙ্গীতা হালদার। এবং মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অন্যতম নেতা ও উস্হি তামান্না হিউম্যান রিসোর্স এসোসিয়েশনের কর্ণধার জনাব আক্তার হোসেন হালদার ওরফে খোকন। এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অন্যতম নেতা ও উত্তর কুসুম কুসুম অঞ্চল প্রধান জনাব কুতুবউদ্দিন লস্কর এবং মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের জয়হিন্দ বাহিনীর চেয়ারম্যান জনাব ইমতিয়াজ কবির কাজী। এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের আইনজীবী সেলের সদস্য জনাব মিকাইল মোল্লা ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অন্যতম নেত্রী এবং মগরাহাট পশ্চিমের পঞ্চায়েত সমিতি র সাবেক কৃষি সচিব ও বর্তমানে মগরাহাট পশ্চিমের পঞ্চায়েত সমিতি র সদস্য আইমা বেগম ও মগরাহাট পশ্চিমের বিভিন্ন অঞ্চল থেকে আগত তৃনমূল দলের নেতা ও নেত্রীরা। এই অনুষ্ঠানে ভীড় হয় চোখে পড়ার মতো। এর আগে মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে মাক্স ও স্যানিটেশন বিতরণ করা হয়েছে।আগামী দিনে জনসাধারণের উন্নয়ন করার জন্য এই সভা থেকে অঙ্গীকার করেন মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি জনাব ইমরান হাসান মোল্লা।এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য সবধরনের জন উন্নয়ন মূলক কাজ করে যাবেন বলে জানিয়েছেন।