ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

দোয়ারাবাজারে আট 'ঝুঁকিপূর্ণ' কেন্দ্র দখলের আশঙ্কা স্বতন্ত্র প্রার্থীর

#

২৬ জানুয়ারি, ২০২২,  5:54 PM

news image

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে  ৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র দখলের শঙ্কা প্রকাশ করে কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ আব্দুল বারী। 


আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে এ আবেদন করেন তিনি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে, দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কুমারনিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, টেবলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কলাউড়া মাদ্রাসা কেন্দ্র, কুশিউরা মাদ্রাসা কেন্দ্র, বুগলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। 

আবদনে উল্লেখ করা হয়, উপনির্বাচনে ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থী দেওয়ান তানভীর আশরাফী বাবুর 'উগ্র' সমর্থকরা ওই ৮ টি কেন্দ্রে আলহাজ আব্দুল বারীর সমর্থকদের কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি প্রদান করে আসছেন। আর কেন্দ্রে গেলেও বাবুর কাপ-পিরচ প্রতীকে প্রকাশ্যে ভোট দিতে তাদেরকে শাসাচ্ছেন। তারা ওই কেন্দ্রগুলো দখল করে তাদের পছন্দের প্রতীকে জোরপূর্বক সিল মারার আশঙ্কা প্রকাশ করেন স্বতন্ত্র প্রার্থী বারী। 


কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন তিনি। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, প্রার্থীরা তাদের নিজেদের মতোকরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণ করেন। এ ব্যাপারে আমাদের নিজস্ব উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা করা হয়েছে। সেগুলোতে আলাদা নজরদারির পাশাপাশি  অতিরিক্ত ফোর্স নিয়োগ করা হবে। 


উল্লেখ্য, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কারোনা আক্রান্ত হয়ে মারা যান দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম।  যে কারণে আগামী ২৭ জানুয়ারি শূন্য পদে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচনে ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান