ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

উজিরপুর শোলকে রাতের আধারে ব্রিজ ভেঙ্গে ফেলে কুচক্রী মহল, সুবিচায় চায় জনগণ

#

তালহা জাহিদ, বরিশালঃ

২৬ জানুয়ারি, ২০২২,  5:51 PM

news image

বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ৯ ওয়ার্ডের কচুয়া গ্রামের বড়ভাঙ্গা নামক ব্রিজটি গত ২১ শে জানুয়ারি রাতের আধারে ভেঙ্গে ফেলে একদল কুচক্রী মহল। এব্যাপারে স্থানীয়রা তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে সুবিচার দাবি করছেন।


এব্যাপারে স্থানীয় লোকজন জানান, কচুয়া গ্রামবাসীর এই ব্রিজটি থেকে প্রতিনিয়ত চলাচলের এক মাত্র পথ। এছাড়াও স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও এই পথে যাওয়া আসা করে। ২২ জানুয়ারি পর্যন্ত সম্পূর্ণ ঠিক ছিল ব্রিজটি, কিন্তু কে বা কারা রাতের আধারে কেন এ একান্ড ঘটালো এই প্রশ্ন সকলের। অবিলম্বে উজিরপুর উপজেলার প্রশাসন এদিকে দৃষ্টি রেখে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি সকলের।


এব্যাপারে ব্রিজের পার্শবর্তী বাড়ির আমিন বেপারি জানান,  গত ২৩ জানুয়ারি রাত আনুমানিক ১২টা থেকে সাড়ে ১২টার দিকে বেশ কিছুক্ষণ ধুম ধাম শব্দ পাই। কিন্তু ভয় পেয়ে আর ঘর থেকে বের হইনি। সকালে দেখি ব্রিজের এঅবস্থা! এটা এলাকার সবাই স্বীকার করবে যে ব্রিজটা কারা যেন ভেঙ্গে ফেলেছে।


অন্যদিক গোপন সূত্রে জানা যায়, " ব্রিজটা না ভাঙ্গলে তো আর নতুন করে টেন্ডার চাওয়ার সুযোগ নাই, তাই টাকা দিয়ে ভাড়া করা লোকজন দ্বারা রাতের আধারে এঘটনা ঘটানো হয়েছে"।


এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জামাল মুন্সির সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, "এটা এমপি অভির আমলের ব্রিজ তাই দুর্বল ছিলো। তিনি আরো বলেন,  ''এখন এটা কি কেউ টেন্ডার পাইছে নাকি আমারে দিয়া করাইবে বুঝিনা"।


এব্যাপারে ইউপি চেয়ারম্যান ডাঃ হালিম সরদারের বলেন, স্থানীয় লোকজন তাকেও এব্যাপারে অভিযোগ করেন, ''আজ ঘটনাস্থল দেখতে যেতে চাইছিলাম কিন্তু সম্ভব হয়নি, আগামী কাল অবশ্যই জাবো। যারা জনগণ ও সরকারি সম্পদ এভাবে নষ্ট করেছে তাই আইনের আওতায় আনা উচিত।'

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান