ঢাকা ০২ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ পতিত স্বৈরাচার সরকারের আমলের বিসিআইসির সার ডিলার সিন্ডিকেট ভাঙ্গতে পারলেই সার ব্যবস্থাপনা সঠিক গতি ফিরে আসবে অবৈধভাবে জমি লিজ দিয়ে কোটি টাকা প্রকৌশলী রফিকুল ইসলামের পকেটে ফিরেছেন প্রসূনের বাবা, কোথায় ছিলেন বলছেন না বিআইডব্লিউটিএ-তে দুর্নীতি: প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী : জ্বালানি উপদেষ্টা আবু সাঈদ হত্যা : চার আসামি ট্রাইব্যুনালে সিইসির সঙ্গে বৈঠকে পাটোয়ারী-হাসনাত-সারজিসরা

চাটখিলে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

১৩ নভেম্বর, ২০২১,  5:09 PM

news image




নোয়াখালীর চাটখিল উপজেলার এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কেন্দ্র খরচ ও প্রাকটিক্যাল ফি’র  নামে অবৈধভাবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষা বোর্ডের নির্দেশ উপেক্ষা করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে নিজেদের ইচ্ছানুযায়ী বিনা রশিদে অর্থ আদায় করছে। বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী টাকা না দিলে প্রবেশ পত্র না দেওয়া এবং প্রাকটিক্যাল পরীক্ষায় নম্বর কম দেওয়ার ভয়-ভীতি দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে এসব টাকা আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা। তবে সন্তানদের পরীক্ষার ফলাফলে সমস্যা হওয়ার ভয়ে নাম প্রকাশ করতে অনীহা জানিয়েছেন অভিভাবকরা। খোঁজ নিয়ে জানা যায়, চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশ পত্র দিতে মানবিক বিভাগের ৬৭জন শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে ১৫০টাকা এবং বিজ্ঞান বিভাগের ১৮জন শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে ৪৫০টাকা করে আদায় করা হয়েছে। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি টাকা আদায়ের কথা স্বীকার করে বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র ভীমপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে। কেন্দ্র সচিব ভীমপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাতেনের নির্দেশে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে এসব টাকা উত্তোলন করেছি। একই কেন্দ্রের অধিনে উপজেলার হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ জানান, তার বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে ১০০টাকা এবং মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে ৫০টাকা করে আদায় করা হয়েছে। তিনিও কেন্দ্র সচিবের নির্দেশে টাকা আদায়ের কথা স্বীকার করেছেন। এদিকে নারায়নপুর হাইস্কুলের অভিভাবক নোয়াখলা গ্রামের জালাল আহমেদ জানান, এই স্কুলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০টাকা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫০টাকা করে আদায় করেছে। পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে ৫০০টাকা এবং মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে ৩০০টাকা করে আদায় করার অভিযোগ করেছেন অভিভাবকেরা। খোঁজ নিয়ে আরো জানা যায়, উপজেলায় সরকারি-বেসরকারি ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হাতে গনা দুই-চারটি ছাড়া অন্য সব প্রতিষ্ঠানে প্রবেশপত্র দেওয়াকালীন কেন্দ্র খরচ ও প্রাকটিক্যাল খাতার নামে অর্থ আদায় করেছে। অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন।

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল