বারুইপুর থানার মহিলা অপহরণ কারীদের খপ্পরে নাবালিকা মমতাজ, উদ্ধার করতে তৎপরতা বারুইপুর জেলা পুলিশের
২২ জানুয়ারি, ২০২২, 1:37 PM

২২ জানুয়ারি, ২০২২, 1:37 PM

বারুইপুর থানার মহিলা অপহরণ কারীদের খপ্পরে নাবালিকা মমতাজ, উদ্ধার করতে তৎপরতা বারুইপুর জেলা পুলিশের
গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে বারুইপুর থানার অন্তর্গত নবগ্রাম পঞ্চায়েত অধীনে হিমচি গ্রাম থেকে এক, ১৪,বৎসরের, নাবালিকা কে অপহরণ করে দালাল মারফত পাচার করা হয়েছে। এই নাবালিকার বাড়ি হিমচি গ্রামে, বাবা মহম্মদ মেহরাব মন্ডল। আজ পরিবারের পক্ষ থেকে বারুইপুর জেলা পুলিশের অধীনে বারুইপুর জেলা পুলিশের মহিলা থানার আই সি শ্রীমতী কাকলী ঘোষ কুন্ডু র কাছে অভিযোগ জানান। তিনি এই বিষয়ে সহায়তা করেন এবং তিনি এই কেসটির গুরুত্বপূর্ণ বুঝে বারুইপুর থানার দক্ষ অফিসার শ্রী বিবেকানন্দ বাবু কাছে পাঠিয়ে । এবং অপহরণ কারী মহিলা সাদিয়া পারভীন কে ধরা পড়ে। তাকে বারুইপুর থানাতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে এই নাবালিকা মমতাজ কে উদ্ধার করতে সবধরনের সহায়তা প্রদান করছেন বারুইপুর মহিলা থানার আই সি শ্রীমতী কাকলী ঘোষ কুন্ডু ও দায়িত্ব প্রাপ্ত অফিসার বিবেকানন্দ বাবু। নাবালিকা উদ্ধার কাজে বারুইপুর জেলা পুলিশের একটি টিম তৈরী করা হয়েছে।