বরফের চাদরে ঢেকেছে সিমলা, উত্তর ভারতে শৌত প্রবাহে কাপছে সাধারণ মানুষ
১৬ জানুয়ারি, ২০২২, 5:42 PM

১৬ জানুয়ারি, ২০২২, 5:42 PM

বরফের চাদরে ঢেকেছে সিমলা, উত্তর ভারতে শৌত প্রবাহে কাপছে সাধারণ মানুষ
প্রচন্ড হাঢ় কাপুনি ঠাণ্ডায় কাপছে গোটা উত্তর ভারতের বিভিন্ন যায়গা। ইতিমধ্যেই ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার বদ্রীনাথ মন্দির এর ঝাপ বন্ধ। সেই সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডার ফলে সাধারণ মানুষের ঘরের বাইরে বের হচ্ছে না। কোথাও মাইনাস ড্রিগ্রী র নিচে নেমে এসেছে পারদ, সাথে সাথে ঠান্ডার মধ্যে রাস্তায় বিছিয়ে আছে বরফ, ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে থেকে শুরু করে হিমালয়ের পাদদেশে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড ও দিল্লি এবং উত্তর প্রদেশ এবং মধ্যে প্রদেশ হরিয়ানা এবং রাজস্থান সহ সিকিম ও মেঘালয় রাজ্যের মধ্যে বরফের চাদর দিয়ে ঢাকা পড়েছে রাস্তা ঘাট ও ঘরবাড়ি। পশ্চিম বাংলার দার্জিলিং জেলা বহু যায়গায় তুষারপাত শুরু হয়েছে। হিমাঙ্কের নীচে চলে এসেছে তাপমাত্রা। পর্যটকরা ট্রাকিং করতে বের হয়েছে উচ্ছু ও নিচু পাহাড়ের পাদদেশে যেখানে বরফ পড়েছে। ঠান্ডা আবহাওয়া ও কনকনে শীতের কারণে যুবুথুবু অবস্হা ভারতের বহু যায়গায়। বহু যায়গায় তুষারপাত এবং ঠান্ডা আবহাওয়া কারণে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। দিল্লি ও উত্তর প্রদেশের বিভিন্ন যায়গায় শীতের দাপটে সাধারণ মানুষের ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। বরফ পড়ে থাকার কারণে বহু জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে অসুবিধা হচ্ছে। তবে বরফ সরিয়ে যান চলাচল করতে সাহায্য করছে ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা। বহু যায়গায় সাধারণ মানুষ ঠান্ডার হাত থেকে বাচতে কাঠ দিয়ে উনুন করে তাপ মেটাতে চেষ্টা করছে।