তাহিরপুরে বিদ্রোহী হয়ে লড়ছেন আ.লীগের পাঁচ নেতা
১২ জানুয়ারি, ২০২২, 6:07 PM

১২ জানুয়ারি, ২০২২, 6:07 PM

তাহিরপুরে বিদ্রোহী হয়ে লড়ছেন আ.লীগের পাঁচ নেতা
আসন্ন ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউপি নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়ে নির্বাচনে লড়ছেন উপজেলার চার ইউনিয়নের আ.লীগের ৫ জন নেতা।
বিদ্রোহী প্রার্থী রয়েছে,উপজেলার,বড়দল দক্ষিণ,শ্রীপুর উত্তর,বালিজুরি ইউনিয়ন ও বাদাঘাট ইউনিয়ন পরিষদে।এই ইউনিয়ন গুলো থেকে আ.লীগের মনোনয়ন পেতে স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে ঢাকা কেন্দ্রীয় নেতা কর্মীদের সাথে যোগাযোগ করা সহ সরকার দলীয় বিভিন্ন দপ্তরে লবিং করেছেন তারা।তবে প্রাণপন চেষ্ঠা করেও দলীয় মনোনয়ন কপালে জুটেনি ৫ জন ত্যাগী আ.লীগ নেতাকর্মীর।
সুত্রে জানাগেছে,তাহিরপুর উপজেলায় (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করছেন,উত্তর শ্রীপুর ইউনিয়নে উপজেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন খাঁন।বাদাঘাট ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আ.লীগের যুগ্ম আহবায়ক আফতাব উদ্দিন,সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন।বালিজুরি ইউনিয়নে বাংলাদেশ স্থলবন্দর শ্রমীক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো.আজাদ হোসাইন।