হাইকোর্টের নির্দেশ ও সরকারি নিয়মের ধারধারীতে নয় মাক্স বিহীন সাধুরা
১০ জানুয়ারি, ২০২২, 3:17 PM

১০ জানুয়ারি, ২০২২, 3:17 PM

হাইকোর্টের নির্দেশ ও সরকারি নিয়মের ধারধারীতে নয় মাক্স বিহীন সাধুরা
আর মাত্র কয়েকদিন বাকি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পৃথিবীর বিখ্যাত কপিল মুনির আশ্রমে গঙ্গা সাগরের মেলা। এই মেলা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। কিন্তু হিন্দু ধর্মের সনাতন পদ্ধতিতে সম্পন্ন করতে হবে গঙ্গা সাগরের মহাস্থান। কারণ সারা বিশ্বের বিভিন্ন যায়গায় সহিত ভারতের বিভিন্ন যায়গায় কোভিড করোনা ভাইরাসের সংক্রমণ মহামারী ব্যাপক আকারে নিয়েছে। সেই সঙ্গে সারা পশ্চিম বাংলায় বিভিন্ন স্থানে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে কোভিড করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে নাজেহাল অবস্হা সরকারের। তার উপর মাড়ার মাথায় খাড়ার ঘায়ের অবস্থা। এই মত অবস্থায় সরকার চাইছিল কিছু টা বিধিনিষেধ আরোপ করে গঙ্গা সাগরের স্হান সেরে ফেলতে। কিন্তু কলকাতা হাইকোর্টের রিট আবেদন করেন এক চিকিৎসক। তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চ তিন সদস্যের একটি কমিটি তৈরি করে গঙ্গা সাগরের মেলা চালানোর অনুমতি দেন কলকাতা হাইকোর্ট। কিন্তু সরকারি বিধিনিষেধ অমান্য করে ইতিমধ্যেই লক্ষ লক্ষ সাধু সন্তের আগমন হয়েছে গঙ্গা সাগরের মেলায়। যাদের অনেকেই মুখে মাক্স নেই। নেই পোশাক পরিধান এই সব সাধুরা কাউকে পরোয়া না করে হেলতে দুলতে চলেছে গঙ্গা সাগরের মেলায়। মাঝে মাঝে হর হর মহাদেব বলে রাস্তার পাশে বসে মারছে গাজার দম। এবং রাস্তার দুই পাশে করছে মলত্যাগ। এদের কে কিছু বলার নেই। বলতে গেলেই ত্রিশূল🔱 উচিয়ে তেড়ে মারতে আসবে। নিশ্চুপ সরকার ও প্রশাসনিক কর্মকর্তারা। তবে এদের আগমনের ফলে কোভিড করোনা ভাইরাসের সংক্রমণ কতটা বাড়বে তা সময়ে বলতে পারবে।