ঢাকা ১২ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
'দলীয় ক্ষমতার ছায়ায়' কুলাউড়ার ত্রাস উজ্জ্বল কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের ধূসর আম্পানের প্রকল্প পরিচালক রফিকুল হাসান দুদুকে মামলা থাকা সত্ত্বেও এখনো বহাল তবিয়তে দুদকের মামলার পরেও রেলের কর্মকর্তাদের পদোন্নতি অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ পতিত স্বৈরাচার সরকারের আমলের বিসিআইসির সার ডিলার সিন্ডিকেট ভাঙ্গতে পারলেই সার ব্যবস্থাপনা সঠিক গতি ফিরে আসবে অবৈধভাবে জমি লিজ দিয়ে কোটি টাকা প্রকৌশলী রফিকুল ইসলামের পকেটে ফিরেছেন প্রসূনের বাবা, কোথায় ছিলেন বলছেন না বিআইডব্লিউটিএ-তে দুর্নীতি: প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচন নিয়ে আমেরিকার গণতন্ত্রের গলায় ছুরি ধরার চেষ্টা হয়েছিল

#

০৯ জানুয়ারি, ২০২২,  6:23 PM

news image

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচন নিয়ে মিথ্যার জাল ছড়িয়ে দিয়েছিলেন। তার সমর্থকরা আমেরিকার গণতন্ত্রের গলায় ছুরি ধরার চেষ্টা করেছিল। 


২০২০ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে নজিরবিহীন হামলা চালায় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা। ওই সময় পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুমোদনে যৌথ অধিবেশন চলছিল। হামলাকারীরা ফলাফল অনুমোদনে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। বৃহস্পতিবার হামলার বর্ষপূর্তিতে ভাষণ দেন প্রেসিডেন্ট জো বাইডেন।প্রেসিডেন্ট বাইডেন হামলার কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের ইতিহাসে প্রথমবারের মতো একজন প্রেসিডেন্ট শুধু নির্বাচনে পরাজিতই হননি, তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর ঠেকানোর চেষ্টা করেছিলেন। এটি সশস্ত্র বিদ্রোহ ছিল। তারা উন্মত্ত হয়ে এখানে এসেছিল এবং আমেরিকার গলায় ছুরি ধরেছিল। আমি কাউকে গণতন্ত্রের গলায় ছুরি দিতে দেব না।’


মুক্ত বিশ্বের নেতা হিসাবে দীর্ঘকাল ধরে নিজেকে উপস্থাপন করছে এমন একটি দেশের আগামী বিপদগুলো তুলে ধরে বাইডেন জানতে চান, ‘আমরা কি এমন একটি জাতি হতে যাচ্ছি যারা রাজনৈতিক সহিংসতাকে আদর্শ হিসাবে গ্রহণ করে? আমরা কি এমন একটি জাতি হতে যাচ্ছি, যেখানে পক্ষপাতদুষ্ট নির্বাচন কর্মকর্তাদের জনগণের আইনি ইচ্ছাকে উল্টে দেওয়ার অনুমতি দেব?


এর বিরুদ্ধে নিজের অবস্থান ব্যাখ্য করে তিনি বলেন, ‘আমরা নিজেদেরকে এই ধরনের জাতি হতে দিতে পারি না।’

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান