ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

উত্তর শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির উদ্দিনের কিছু কথা

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২২,  4:23 PM

news image

উত্তর শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির উদ্দিন ইউনিয়ন বাসীদের উদ্দেশ্যে কিছু কথা। আমার প্রাণ প্রিয় উত্তর শ্রীপুর ইউনিয়ন বাসীকে জানাই সালাম - আদাব ও শুভেচ্ছা। উত্তর শ্রীপুর ইউনিয়ন বাসীদের কাছে আমি সবসময়ই ঋণী ছিলাম এবং ঋণী আছি। আপনাদের অপার স্নেহ ভালবাসা ও বিশ্বাসের কারণেই আমি বিগত ৯ বছর সফলতার সাথে আপনাদের সেবা করার সুযোগ  পেয়েছিলাম।


 আপনারা অনেকেই জানেন বিগত ২০০২ - ২০১১ সাল পর্যন্ত এই সময়টা বাংলাদেশ বর্তমান উন্নয়নের পেক্ষাপট অনুযায়ী ছিল না। তবুও অনেক বাঁধা- বিপত্তির মধ্য দিয়ে আপনাদের সেবা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। সময় সল্পতায় সেই সময়ে আমার মনের ভিতর রেখে যাওয়া প্রিয় এই ইউনিয়ন বাসীদের জন্য কিছু অসমাপ্ত স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম হয়তো তা পরবর্তীতে অবশ্যই পূরণ হবে। কিন্তু বর্তমান উন্নয়নের ধারা অনুযায়ী এই ইউনিয়নের জনগনের উন্নয়নের ভাগ্যের চাকা বদল না হয়ে বরং আরও খারাপের দিকে প্রভাবিত হচ্ছে।


 অবহেলিত এই ইউনিয়ন বাসীদের কষ্ট ও ভুগান্তি দেখে,এই দূঃসময়ে পাশে এসে দাড়িয়েছে আমার উত্তরাধিকার, আমার বড় ছেলে উত্তর শ্রীপুর ইউনিয়নের সৎ,নিষ্ঠাবান, অন্যায়ের আপসহীন, পরোপকারী ও অবহেলিত,নিপীড়িত জনগণের বন্ধু সালেহ আহমদ সবুজ। দীর্ঘদিন ধরে তার গণসংযোগ সহ জনগণের জন্য কাজ করার প্রবল আগ্রহতায় এবং ইউনিয়ের জনগনের পূর্ণ  সমর্থন ও ভালোবাসা দেখে আমি সত্যিই অনেক গর্বিত ও  আনন্দিত। দলমত নির্বিশেষে ইউনিয়নের সকল জনগণের আস্তা ও সমর্থন দেখে, আমিও আর এই বয়সে ঘরে থাকতে পারলাম না। তার নির্বাচনী প্রচারে আমিও যেতে উৎসাহিত হলাম।


বিগত দিনে আপনারা যেভাবে আমাকে বিশ্বাস করে যে সম্মান  দিয়েছিলেন এবং মন ভরে দোয়া ও সহযোগিতা করেছিলেন, ঠিক সেরকম ভাবেই আপনাদের কাছে আবারও আমার ছেলে সবুজের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।আপনাদের পূর্ণ সমর্থনে নিশ্চিত বিজয়ে অগ্রপান্থে। আমার বিশ্বাস, সালেহ আহমদ সবুজ এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে আপনাদের উন্নত জীবনযাত্রার পথ অধিক সহজে পরিনত করবে।


অসহায়,সম্বলহীন,ঘরহীন  জনগণের জন্য বিভিন্ন ভাতা,রেশন,ঘরহীনদের জন্য ঘর, সরকারি সকল অনুদান সহ জনগণের প্রয়োজনীয় সকল নাগরিক সুবিধা নিশ্চিতে সর্বদাই সে নিয়োজিত থাকবে এবং জনগনের আশা ও বিশ্বাসের  প্রতিফলন করবে। 

আমি আবারও আমার প্রিয় এই উত্তর শ্রীপুর ইউনিয়নের সকল জনগণের কাছে বিনীত অনুরোধ করছি,আপনারা আমার ছেলে সালেহ আহমদ সবুজের জন্য দোয়া ও সর্বোচ্চ সহযোগিতা করবেন।


আগামী ৭ ই ফেব্রুয়ারী ভোটের মাধ্যমে বিজয় সুনিশ্চিত করবেন। ইনশাআল্লাহ সালেহ আহমদ সবুজ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবে আপনাদের দোয়া ও সর্মতনে।আল্লাহ চাইলে নতুন করে, আপনাদের সাথে নিয়ে একটি আধুনিক ইউনিয়ন গড়তে চাই। সবার ভালো ও সুস্থতা কামনা করছি।


logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান