ডায়মন্ডহারবার জেলা পুলিশের নিদের্শে মাক্স বিহিন মানুষের গণসচেতনতা করতে রাস্তায় মগরাহাট ও উস্হি থানার আই সি
০৫ জানুয়ারি, ২০২২, 1:11 PM

০৫ জানুয়ারি, ২০২২, 1:11 PM

ডায়মন্ডহারবার জেলা পুলিশের নিদের্শে মাক্স বিহিন মানুষের গণসচেতনতা করতে রাস্তায় মগরাহাট ও উস্হি থানার আই সি
পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে চালু হয়েছে সকাল থেকে রাত দশটা পযন্ত বিধিনিষেধ। এবং রাত দশটার পর থেকে থেকে সকাল পাচটা পযন্ত চলেছে রাত্রি কালিন লকডাউন চালু। তার মধ্যে মানবজীবনের জরুরি পরিষেবা চালু রাখতে কিছু কিছু যায়গায় ছাড় দেওয়া হয়েছে যানবাহন ও মেডিকেল কলেজে ব্যাবহৃত গাড়ি ঘোড়া। সেই কিছু কিছু যায়গায় রাত্রি কালিন কারফিউ জারি করা হয়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন যায়গায়। আর কয়েকদিন পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত গঙ্গা সাগরের কপিল মুনির মেলা ও মকরক্রান্তি মহা স্হান সারতে আগমন শুরু হয়েছে সাধু সন্তদের। তাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশের ডায়মন্ডহারবার জেলা পুলিশ ও সুন্দর বন জেলা পুলিশের তৎপরতা শুরু হয়েছে। এবং সাধারণ মানুষের মধ্যে গণসচেতনতা করতে রাস্তায় নেমেছে ডায়মন্ডহারবার জেলা পুলিশের অধীনে মগরাহাট থানা ও উস্হি থানার আই সি শ্রী সুবির বাগের নেতৃত্বে উস্হি থানার ওসি শ্রী মিলটন বাবু ও মগরাহাট থানার ওসি। তারা ইতিমধ্যেই মাইক দিয়ে প্রচার শুরু করে দিয়েছে। মাক্স বিহিন মানুষের মধ্যে মাক্স পারার জন্য এবং কোভিড করোনা বিধিনিষেধ মানতে অনুরোধ করছেন। মাক্স বিহিন মানুষ যারা কথা শুনছেন না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন কে মাক্স ব্যবহার না করার জন্য গ্রেফতার করা হয়েছে। মাক্স বিহিন মানুষের বিরুদ্ধে গণসচেতনতা যেমন বাড়িয়ে তোলা হয়েছে। তেমনি আইন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবং মাক্স বিহিন মানুষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পিছুপা হচ্ছেন না উস্হি থানা ও মগরাহাট থানার পুলিশের অফিসার ও কর্মীরা। সেই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলতে পথচারী এবং যানবাহন চলাচল কারী মানুষের মধ্যে প্রচার শুরু করে দিয়েছে উস্হি থানার ওসি।