ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

নেকমরদ ও কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

০২ জানুয়ারি, ২০২২,  6:59 PM

news image

 ১ ও ২ জানুয়ারি ২০২২ইং শনিবার কাতিহার হাট ও রবিবার নেকমরদ হাটে দুপুর থেকে বিকাল পর্যন্ত  সরেজমিনে গিয়ে গরুর হাঁটে  অতিরিক্ত টোল আদায়ের  অভিযোগ  পাওয়া গেছে।

  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাপ্তাহিক  দুইটি বড় হাট নেকমদ ও কার্তিহার  হাটে গরু প্রতি ৪০০  টাকা টোল নেওয়ার সরকারি নিয়ম না  থাকলেও, নেকমরদ হাট ইজাদার মমিন ও কাতিহার হাট ইজারাদার তহিদুল রহমান নিজ ক্ষমতার দাপটে গরু প্রতি ৪০০ টাকা ও ছাগল প্রতি ১৫০ টাকা  আদায় করছে বলে  অভিযোগ পাওয়া গেছে ।  


 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাপ্তাহিক বড় পশুর দুইটি হাট নেকমরদ ও কাতিহার পশুর হাটে সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ২৭০ টাকা এবং  ছাগল প্রতি ৯০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও তা প্রতিহাটে ইজারাদার মমিন ও তহিদুল রহমান  গরু প্রতি ৪০০ টাকা ও ছাগল প্রতি ১৫০ টাকা টোল আদায় করছেন । 


উক্ত হাটের লেখাইদারকে   জিজ্ঞাসা করা হলে আমরা কমিশনের কাজ করি, একটি গরু লেখাই করলে আমরা পাই ১২ টাকা  কিন্তু ৩৮৮ টাকা পাই ইজারাদার।   


আসলে আমরাও  চাই অতিরিক্ত টোল  আদায়  বন্ধ করা হোক। কিন্তু বন্ধ হচ্ছে না, আমাদেরকে  ইজারাদার  সকালে হাটে এসে গরু প্রতি ৪০০ টাকা   ছাগল প্রতি ১৫০ টাকা রশিদ লেখার  অনুমতি  পর, আমরা আদায় করি ।


 এ বিষয়ে ইজারাদার তহিদুল রহমান বলেন, বিভিন্ন  হাটে যা লেখাই নিচ্ছে তা আমরা নিচ্ছি,। কিন্তু ক্রেতা-বিক্রেতারা মনের খোব প্রকাশ  করে বলেন, এই হাটে অতিরিক্ত টোল আদায়  কি কখনো বন্ধ করা যাবে না।


এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সুয়েল সুলতান   জুলকার নাইন কবির স্টীভ বলেন, আমরা এর আগে কাতিয়ার হাটে সরেজমিনে গিয়ে  জরিমানা করেছি, তারপরও অতিরিক্ত টোল আদায় করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান